বিনোদনখেলা

স্ত্রী ছাড়াও জড়িয়ে ছিলেন একাধিক সম্পর্কে, ক্রিকেটের বাইরে রবি শাস্ত্রীর যত নারীঘটিত কান্ড!

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রাভিশাস্ত্রী যখন প্রথম ভারতীয় দলে স্থান পান তখন তিনি ব্যাট করেছিলেন ১০ নম্বরে। আর সেই অবস্থান থেকে দেড় বছরের মধ্যেই তিনি উঠে এসেছিলেন একজন নির্ভর যোগ্য ওপেনারের ভূমিকায়। তিনি ভারতীয় দলের ১ থেকে ১০ সব নম্বরেই ব্যাট করেছিলেন স্বাছন্দের সাথে। তবে ক্রিকেটের পাশাপাশি বিতর্কিত জীবনের জন্যই বেশি পরিচিত হয়েছেন রবিশঙ্কর জয়দ্রথ শাস্ত্রী।

স্কুল জীবন থেকেই রাবিশাস্ত্রী নিজেকে তৈরী করেছিলেন একজন নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে। তার ক্রিকেট প্রতিভার কারণেই সেই বহুবার শিরোপা অর্জন করেছে তখনকার বোম্বের (বর্তমান মুম্বাই) ডন বস্কো হাই স্কুল।এমনকি সেই সময় মাত্র ১৭ বছর বয়সেই বোম্বাইয়ের রঞ্জি দলে জায়গা পেয়ে যান রবি শাস্ত্রী।

ক্রিকেট বিশেজ্ঞদের মত অনুযায়ী রবি শাস্ত্রী ছিলেন সেই সময়ের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার। তিনি ভারতীয় দলে ব্যাটিং -বোলিংয়ের পাশাপাশি করতেন দুর্দান্ত ফিল্ডিং। তিনি ভারতের জাতীয় দলে খেলার সুযোগ পান ১৯৮১ সালে। আর সেই বছর তিনি নিউজিল্যান্ডের বিরুধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান। এরপর ওয়ানডে ক্রিকেটেও তিনি সুযোগ পান সেই বছরই। ওয়ানডেতে তার প্রতিপক্ষ দল ছিল দক্ষিণ আফ্রিকা।

বাঁহাতি স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা রবি শাস্ত্রী ব্যাটিং -বোলিং -ফিল্ডিং এ দুর্দান্ত পারফরম্যান্স করে নিজেকে সেরা অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছিলেন। তার ব্যাটিংয়ের বিভিন্ন শটের মধ্যে ছিল ‘চাপাটি শট’। তবে রবি শাস্ত্রী স্পিনারদের বিরুধ্যে যতটা মারকুটে ভঙ্গিমায় খেলতেন ততটাই আবার ফাস্ট বল খেলার সময় গুটিয়ে যেতেন।

তিনি হাঁটুতে ছোট থাকার কারণে মাত্র ৩১ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হন। তিনি তার ক্রিকেট জীবনে ৮০ টেস্ট খেলে মোট ৩,৮৩০ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ২০৬। এছাড়া ১৫০টি ওয়ানডে-তে রান করেছেন ৩১০৮। সর্বোচ্চ ১০৯। মোট উইকেট শিকার করেছেন ১২৯টি।

অবসর শেষে তিনি দীর্ঘদিন ধরে ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় দায়িত্ব পালন করছেন। শোনা যায় ক্রিকেট পরিসরে সৌরভ গাঙ্গুলির সাথে তার রয়েছে শীতল সম্পর্ক। সম্প্রতি অনিশ্চিত আইপিল আয়োজন শেষ পর্যন্ত মরু শহর দুবাইতে হওয়ায় নেপথ্য কারিগর হিসেবে বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ এবং অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ আমিনকে ধন্যবাদ জানান শাস্ত্রী। কিন্তু এক বারের জন্যেও তিনি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর নাম উল্লেখ করেননি।

ব্যক্তিগত জীবনেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রবি শাস্ত্রী।আশির দশকে ক্রিকেটার রবি শাস্ত্রী ও বলিউড অভিনেত্রী অম্রিত সিংহ জুটিকে নিয়ে ছিল ব্যাপক গুঞ্জন। তাদের দুজনকে আমেরিকার একটি রেস্তোরাতে নিভৃতে সময় কাটাতে দেখা গিয়েছিলো। এমনকি তাদের দুজনের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

আর সেই গুঞ্জন আরও তীব্র আকার ধারণ করেছিল যখন একটি বিখ্যাত সীনে মেগাজিনের প্রচ্ছদে দুজন মাইল করেছিলেন অন্তরঙ্গ ফটোশুট। কিন্তু সব জল্পনা একদিন ফানুস হয়ে উড়ে যায়। ভেঙে যায় তাদের সম্পর্ক। সেই সময় তিনি এক সাক্ষাৎকারে জানান যে তিনি বলিউডের কাউকে বিয়ে করতে চাননা কারণ তিনি চান তার স্ত্রী হবে গৃহবধূ।

অপরদিকে অমৃতা সেই সময় ক্যারিয়ারের শুরুতে গৃহবধূ হতে রাজি ছিলেন না বলিউড অভিনেত্রী অমৃতা সিংহ। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি হয়তো আরো বছর দুয়েক পরে অভিনয় ছেড়ে দিতে পারেন কিন্তু তিনি সেই সময় ক্যারিয়ার ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না।

রবি শাস্ত্রীর সাথে বিচ্ছেদ শেষে ১৯৯১ সালে সাইফ আলী খানকে বিয়ে করেন অমৃতা সিং। তাদের দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন ভেঙে যায়। অমৃতার বিয়ের আগের বছরেই রবি শাস্ত্রী বিয়ে করেন তার স্ত্রী ঋতু কে

তবে বিয়ে হয়ে গেলেও শাস্ত্রীর পেছন থেকে বিতর্ক সরছিলোনা। সেই সময় সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পরে ঋতু ও শাস্ত্রী আলাদা থাকছেন এমনকি তাদের ডিভোর্স নিয়েও গুঞ্জন শোনা যায়। বিচ্ছেদের কারণ হিসেবে শোনা গিয়েছিল, আরেক অভিনেত্রী নিমরত কউরের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক রয়েছে। ২০১৮ সালে তাদের গোপন প্রেম নিয়ে বেশ কিছু জায়গায় খবর প্রকাশিত হয়েছিল।

নিমার্টের সাথে একটি গাড়ি কোম্পানির নতুন গাড়ি উদ্বোধনে দেখা হয়েছিল নিমরতের তবে পরে শাস্ত্রী নিমরতের সাথে তার সম্পর্কের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে প্রকাশ করেন তীব্র অসন্তোষ ও স্ত্রীর সাথে ডিভোর্সের কথা তিনি অস্বীকার করেন। বর্তমানে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন শাস্ত্রী-ঋতু।

Back to top button