বিনোদন

হানিমুনে আবেদনময়ী সাজে নজর কাড়লেন পুনম পান্ডে, ভাইরাল ছবি নেট দুনিয়ায়

বলিউড ও ইন্টারনেট দুনিয়ার হট কেক তকমা পাওয়া অভিনেত্রী ও মডেল হলেন পুনম পান্ডে। পুনম পান্ডে করোনা মহামারীর মাঝেই সেরে ফেলেছেন এনগেজমেন্ট থেকে বিয়ে। এমনকি হানিমুনের জন্য উড়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

পুনমের বিয়ের পর মাথায় চূড়া ,মঙ্গোল সূত্র আর সিঁদুরে দেখে অনেকেই গিয়েছিলেন অবাক হয়ে। কিন্তু সেই হট কেক পুনম জলে স্বামীর সাথে আন্নন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের মন রেখেছিলেন।

পুনমের সাথে অনেকদিনের সম্পর্ক তার বন্ধু স্যামের। আর তাদের দুজনের প্রেমের সম্পর্কের কথা জানতেন অনেকেই। বিয়ে সারার পর হানিমুনের উদ্যেশে পুনম ও তার স্বামী পারি দিয়েছেন লস এঞ্জেলসে। আর এয়ারপোর্ট থেকেই তাকে দেখা গেলো আবেদনময়ী সাজে। গোলাপি একটি ক্রপ টপ ও সাদা প্যান্ট পড়েছেন পুনম। হাতে চূড়া গলায় মঙ্গলসূত্র ও কপালে রয়েছে সিঁদুর।

হানিমুনে গিয়ে তাদের কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন পুনম-স্যাম।আর সেই ছবির মধ্যে দেখা যাচ্ছে তারা কখনো আছেন সমুদ্রের জলে আবার কখনো বা স্বামীর সান্নিধ্যে। হানিমুনে গিয়ে যে পুনম খুব খুশি সে কোথাও তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত উল্লেখনীয় যে ২০১৮ সাল থেকেই স্যাম-পুনম রয়েছেন প্রেমের সম্পর্কে। স্যাম পুনমের থেকে ১৮ বছরের বড় হলেও তাদের দুজনকে ঠিকঠাক মানিয়ে গেছে বলে মত দিয়েছেন নেটিজেনরা।

Back to top button