বিনোদন

সুখবর: ৫০ বছর বয়সে ফের সন্তানের বাবা হলেন দক্ষিণী সুপারস্টার প্রভু দেবা

৫০ বছর বয়সে ফের সন্তানের বাবা হলেন দক্ষিণী সিনেমার কোরিওগ্রাফার, পরিচালক ও জনপ্রিয় অভিনেতা প্রভু দেবা। দ্বিতীয় স্ত্রী হিমানিকে বিয়ের পর তাদের সংসারে এটি প্রথম সন্তান।

কন্যাসন্তান হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই অভিনেতা বলেন, ‘আমি আবারো বাবা হয়েছি। অনেক আনন্দ লাগছে এবং নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে এটিই দেবার পরিবারের প্রথম কন্যাসন্তান।’

এর আগে, ২০২০ সালে ডাক্তার হিমানিকে বিয়ে করেন প্রভু। তিনি একজন ফিজিওথেরাপিস্ট। ওই বছরেই সেপ্টেম্বরে মুম্বাইয়ের বাড়িতে বিয়ে হয় তাদের। এখন চেন্নাইতে থাকেন এ দম্পতি।

জানা যায়, পিঠের ব্যথা নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়েছিলেন প্রভু দেবা। সেখান থেকে সম্পর্কের শুরু। একে-অপরের প্রেমে পড়েন। সেই প্রেম থেকে বিয়ে। এবার পরিবারে এলো নতুন সদস্য। এখন মেয়েকে নিয়েই সময় কাটাবেন তারকা।

এর আগে, ১৬ বছরের সংসার জীবনের বিচ্ছেদ ঘটে এই অভিনেতার। তার প্রথম সংসারে তিনজন সন্তান রয়েছে। অভিনেত্রী নয়নতারার সঙ্গে পরকীয়ার অভিযোগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে প্রভুর।

Back to top button