বিনোদন

দর্শকদের জন্য সুখবর : বন্ধ হচ্ছে না ‘মেয়েবেলা’ ধারাবাহিক! অবশেষে সামনে এলো নতুন সময়

অবশেষে স্বস্তি পেলেন ‘মেয়েবেলা’ সিরিজের দর্শকরা। দীর্ঘদিন ধরে তারা এই ভেবে নির্ঘুম রাত কাটিয়েছেন যে তারা আর কখনও পর্দায় প্রিয় মৌ-ডোডো’র জুটিকে দেখতে পাবেন না। এই চ্যানেলটি তার মেয়ে সিরিজকে কিছুক্ষণ অন্ধকারে রেখেছিল।

প্রযোজনা সংস্থা ও সম্প্রচারকের যৌথ সিদ্ধান্তে অবশেষে এল ‘মেয়েবেলা’ সিরিজের নতুন সময়। চ্যানেলের অফিশিয়াল পেজে ঘোষণা হল ধারাবাহিকের নতুন সময়। ১২ ই জুন থেকে ‘মেয়েবেলা’ বিকাল 5 টায় সম্প্রচারিত হয়। অন্য কথায়, রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নং ১-এর সঙ্গে টক্কর দেবে মৌ-ডোডো’র রসায়ন।

TRP নিশ্চিতভাবে এই সময়ে শীর্ষ 10 ক্র্যাক করবে। তবে মৌ-ডোডোকে টিভির পর্দায় আরও কিছুক্ষণ দেখে সবাই খুশি।

Back to top button