বিনোদন

যথেষ্ট ভালো অভিনয়, তবুও পার্শ্বচরিত্র! ‘আমি কখনো নায়িকা হতে চায়নি’, বললেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়

বর্তমান বিনোদন জগতে অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি একজন জনপ্রিয় মুখ। এক সময় তাকে শুধু ছোট পর্দায় দেখা যায়। কিন্তু তার অসাধারণ অভিনয় তাকে ছোট পর্দায় সীমাবদ্ধ করেনি। চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায়ও কাজ করেছেন এই অভিনেত্রী।

ছোট পর্দার কথা বলতে গেলে বলতেই হয় অভিনেত্রী বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘লালকুঠি’ সিরিজে তার শেষ উপস্থিতি। খুব অল্প সময়ের জন্য পঞ্চমীতে হাজির হন এই অভিনেত্রী। জল নুপুর সিরিজে ভূমিসূতা বসুমল্লিকের চরিত্রটা প্রশংসিত ছিল। এই ভূমিকা তার ক্যারিয়ার বদলে দেয়।

শিগগিরই আসছে তার নতুন ধারাবাহিক। সেখানে তিনি অভিনয় করবেন। কিন্তু এত বছর পরেও একজন নায়ককে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে এত ধীরগতি কেন? নায়িকা হওয়ার সব গুণ থাকা সত্ত্বেও কেন বছরের পর বছর স্নেহা শুধু পার্শ্বচরিত্রেই অভিনয় করে গেলেন?

এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন: “আমার লক্ষ্য ছিল একমাত্র অভিনয় করা। আমি সবসময় ভেবে এসেছি ভালো কাজ করব। সেটা নায়িকা হলেও ঠিক আছে নাইলে অভিনয়টা জরুরী। আমার কখনোই নায়িকা হওয়ার লোভ ছিল না”।

Back to top button