সম্পূর্ণ অন্যরকমভাবে শেষ হচ্ছে গাঁটছড়া! জেনেনিন চূড়ান্ত পর্বের চমকে দেওয়া তথ্য
বর্তমানে বাংলা টেলিভিশনে একের পর এক পুরোনো ধারাবাহিকের জায়গায় চলে আসছে নতুন ধারাবাহিক। এর ফলে হারিয়ে যাচ্ছে জনপ্রিয় চলতি ধারাবাহিকগুলি। একসময় টিআরপির তালিকাতে শীর্ষ স্থানে ছিল ধারাবাহিক গাঁটছড়া। বর্তমাকে এটাই স্টার জলসার দ্বিতীয় পুরনো চলতি ধারাবাহিক।
এই ধারাবাহিকটি এখন শেষ হওয়ার পথে। ইতিমধ্যে জানা গিয়েছে যে চুক্তি শেষ হয়ে যাওয়ার কারণে মে মাস পর্যন্ত শুট করতে পারবেন সোলাংকি।তার পর তাকে আর নয় দেখা যেতে পারে। তাই এপ্রিল মাসের ১৫-১৬ তারিখকে এই ধারাবাহিকের লাস্ট পর্ব টেলিকাস্ট হবে।
এবার আবার এক নতুন জল্পনা। শোনা গেছে, খড়ির সন্তানকে দেখিয়ে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে। হ্যাঁ, সমস্ত সতি সামনে আসবে। সত্যি করেই মা হবে খড়ি। আর তারপর গল্প কয়েকটা বছর এগিয়ে গিয়ে শেষ হয়ে যাবে ধারাবাহিক।গাঁটছড়া ধারাবাহিকটি শেষ হওয়ার দিকে শুনে খুবই দুঃখিত এই ধারাবাহিকের ভক্তরা