ইন্টারনেটে ঝড় তুলেছেন ‘ডুপ্লিকেট’ সানি লিওন, মুহূর্তেই ভাইরাল মিউজিক ভিডিও
বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের একটি মিউজিক ভিডিওতে কাজ করার কথা ছিল জনপ্রিয় নায়িকা সানি লিওনের। কিন্তু সানি লায়ন এই মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য সময় দিতে না পারায় এই মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ পান আবীরা সিং।তবে তিনি সেই মিউজিক ভিডিওতে কাজের জন্য নয় বরং আলোচিত হচ্ছেনিন্য কারণের জন্য।
ভিডিওটি দেখলে আবিরের চেহারা ও সানি লিওনের চেহারা প্রায় হুবুহু মিলেই রয়ে যায়। প্রথম দর্শনে নেটিজেনরা তাকে সানি লিওন ভেবে ভুল করবেন একমুহূর্তের জন্য এতটাই মিল রয়েছে সানির সাথে আবিরের চেহারার।
এছাড়াও আবিরের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে দেখা যাবে আবির সানি লিওনের মতোই পোশাক পরে শেয়ার করেন বিভিন্ন ছবি। আবির এর আগে জখম নামক একটি পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন। তবে এবার তিনি বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের সাথে কাজ করে অর্জন করছেন ব্যাপক জনপ্রিয়তা।
সম্প্রতি পাকিস্তানের আমনা ইমরানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে যায় ঐশ্বরিয়া রায়ের সাথে তার চেহারার হুবুহু মিল থাকায়।