সালমানের পরিবারে হানা দিলো করোনা, ফ্যানেদের উদ্যেশে বার্তা দিলেন ভাইজান
আর কিছুদিন পরেই ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’।ছবি মুক্তির তিন দিন আগে এলো দুঃসংবাদ। ভাইজানের পরিবারে হানা দিলো করোনা।
সালমান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান শর্মার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। তবে তারা দুজনেই রয়েছে আশংকা মুক্ত।
সালমান খান বলেন ‘অর্পিতার করোনা হয়েছে এবং পরে তার বাচ্চাদেরও। কিন্তু তাদের কোনো উপসর্গ নেই। আলভিরাও করোনায় আক্রান্ত।’ সালমান তার ফ্যানেদের ঘরে থাকতে ও নিরাপদে থাকার জন্য অনুরোধ করেছেন।
সোমবার অর্পিতা খান ইন্সটা হ্যান্ডেলে জানিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন এপ্রিলের শুরুর দিকে। তারপর চিকিৎসকদের পরামর্শ মতো নিয়ম মেনে চলে এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
সালমান খান আরও জানিয়েছেন যে তিনি ইতিমধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়ে ফেলেছেন তবে এখনো বাকি রয়েছে দ্বিতীয় ডোজের। তবে তার বাবা -মা নিয়ে ফেলেছেন দুটি ডোজই।
View this post on Instagram