বিনোদন

‘মৃত্যু অত্যন্ত নির্মম, তবুও বাস্তব’ সৌমিত্রের মৃত্যুতে মমতার শোক প্রকাশ

মারা গেলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। তিনি আজ রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিট সময়ে প্রয়াত হন। বাংলা অভিনয় জগতের অন্যতম নক্ষত্র সৌমিত্র চ্যাটার্জি মারা গেলেন ৮৫ বছর বয়সে।সৌমিত্র চ্যাটার্জী করোনা আক্রান্ত হয়ে চলতি বছরের ৬ অক্টোবর ভর্তি হন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এরপর ১৪ অক্টোবর সৌমিত্র চ্যাটার্জির দ্বিতীয়বার করোনা টেস্ট হলে তা নেগেটিভ আসে ও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।

তবে এরপর ২৫ অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে ভালো নেই সৌমিত্র চ্যাটার্জী। তার জ্ঞান নেই ও চেতনা স্তর নিচে নেমে গেছে প্রায়। তারপর তার কিডনি খারাপ হতে শুরু করে। চিকিৎসকরা তার ডায়ালিসিস করেন সেই সাথে হয় তার প্লাজমা থেরাপিও। কিন্তু করোনার কারণে হওয়া কো-মর্বিডিটি তিনি কাটিয়ে উঠতে পারেননি।

গতকাল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলো যে সৌমিত্র বাবুর অবস্থা এখন আশংকা জনক। তার শারীরিক অবস্থা রয়েছে অত্যন্ত সংকটে। তিনি এই মুহূর্তে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না । আর আজ দুপুরেই এলো সেই দু সংবাদ।গত ৪০ দিন ধরে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্রবাবু।

তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, “বাংলার তথা ভারতের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে যাওয়ায় বাংলার সব মানুষের হয়ে আমি আমাদের গভীর মর্মবেদনা প্রকাশ করছি। তিনি আজ, (রবিবার) কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৫ বছর। যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায় তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন।” তার মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল বলে গভীর শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

Back to top button