বিনোদন

সৌরভের ২৫০ কোটির বায়োপিক নির্মাণ করবেন সৃজিত? সোশ্যাল মিডিয়ায় চলছে গুঞ্জন

+

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বায়োপিকে দেখানো হবে সৌরভ গাঙ্গুলীর তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্জনটিও দীর্ঘ যাত্রা। আর এই সিনেমার বাজেট থাকবে ২৫০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই সিনেমায় সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। তবে এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী একসময় সৌরভ গাঙ্গুলী নিজেই চেয়েছিলেন তার বায়োপিক নির্মাণ করুক টলিউড পরিচালক সৃজিত গাঙ্গুলী। আর এই প্রসঙ্গে সৃজিত টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন ‘২০১৮ সালে একটি পরিকল্পনা হয়েছিল এবং আমরা অনেক প্রযোজকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কিন্তু সে সময় সৌরভ যেহেতু ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত ছিলেন, তাই আর কোনও চুক্তিতে পৌঁছানো যায়নি।’

এই বায়োপিক তবে কে নির্মাণ করবে ? সেই প্রসঙ্গে সৃজিত বলেন ‘আমার সত্যিই জানা নেই, কে এখন বায়োপিকটি নির্মাণ করবেন এবং কে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। আমাদের (সৃজিত-সৌরভ) যখন আলোচনা হয়েছিল, তখন বায়োপিকে তাঁর ভূমিকায় কে থাকবেন, সে নিয়ে কোনও কথা হয়নি।’

এরপরেও যখন সৃজিতকে জানানো হয় যে বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে বায়োপিকটি নির্মাণ সৃজিত মুখার্জি করবেন। সেই প্রসঙ্গে সৃজিত বলেন এখন একমাত্র সৌরভ গাঙ্গুলিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। কিন্তু ২০১৮ সালে সৌরভ খুব করে চেয়েছিলেন, আমি তাঁর বায়োপিক নির্মাণ করি।’

যখন সৃজিতকে জানানো হয়, বিভিন্ন খবরে প্রকাশ হয়েছে যে বায়োপিকটি তিনি নির্মাণ করুন, এমনটা চান সৌরভ। তখন এ নির্মাতা বলেন, ‘এখন একমাত্র সৌরভ গাঙ্গুলিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। কিন্তু ২০১৮ সালে সৌরভ খুব করে চেয়েছিলেন, আমি তাঁর বায়োপিক নির্মাণ করি।’

সম্প্রতি দাদার ছিল ৪৯ তম জন্মদিন তার পাশাপাশি এদিকে তার বায়োপিকের কথায় আপ্লুত সমস্ত ফ্যানেরা। এবার দাদার বায়োপিক দেখা যাবে বড় পর্দায়। সংবাদ মাধ্যমে সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মত। এটা হিন্দি ভাষায় হবে, কিন্তু এখনই পরিচালকের নাম প্রকাশ করা সম্ভব নয়। সবকিছু চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।’

Back to top button