বিনোদন

করোনা ও লকডাউন নিয়ে জয়ার শর্ট ফিল্ম, ঝড় উঠলো সোশ্যাল মিডিয়াতে

করোনা ও লকডাউন কে বিষয় বস্তু করে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান করলেন নতুন একটি
স্বল্প দৈর্ঘের সিনেমার শুটিং। সেই সিনেমার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ছবিটিতে দেখা যাচ্ছে অন্ধকারে মাস্ক পড়ে বিষন্ন অবস্থায় বসে আছেন তার সামনে অচেনা রয়েছে এক অচেনা ব্যক্তি। আর ওই অচেনা ব্যক্তি হলেন সিনেমাটির পরিচালক।

রবিবার রাতে ওই সিনেমার কয়েকটি ছবি দিয়ে জয়া জানিয়েছেন এই সিনেমার কথা। তিনি ক্যাপশনে লিখেছেন ‘‘এই অতিমারি আর লকডাউন নিয়ে ১৫ দিনে একটি শর্ট ফিল্ম বানিয়ে ফেললাম। এই সময়ের মানসিক অস্থিরতার দিনগুলোতে যখন বাড়িতে বসে ভয় আর আশঙ্কায় দিন কাটাচ্ছিলাম, সে সময় পরিচালক ফোনে বললেন, ‘চলেন ছোট করে একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেলি।’

তিনি আরও বলেন, ‘১৫ দিনের শুটিংটা একটা পাগলামি ছিল। এত কম মানুষ নিয়ে যে একটা ছবি শুট করা যায় সেটাও জানা হল।’ কবে মুক্তি পাবে এই শর্ট ফিল্ম? জয়া জানান, ‘দিন তো ঠিক হয়নি। তবে ছবি যাতে সবাই দেখতে পান, তার ব্যবস্থা করব আমরা।’যৌথভাবে এই সিনেমাটির প্রযোজনা করেছে অভিনেত্রী জয়া আহসানের মালিকানাধীন সংস্থা সি তে সিনেমা, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’এবং পরিচালক পিপলু আর খানের ‘অ্যাপল বক্স ফিল্মস’।

কিন্তু এরই মাঝে প্রশ্ন উঠছে জয়া এহসান হঠাৎ শর্ট ফিল্মে অভিনয় করছেন কেন ? জবাবে অভিনেত্রী বলেন ‘মাছ কি ডাঙায় বেশিক্ষণ বাঁচতে পারে? অভিনয়শিল্পীরাও তাই। অভিনয় ছাড়া বেশি দিন টিকে থাকতে পারে না। করোনার শুরুর দিনগুলোতে ঘরে থেকে ছোটখাটো নানা কাজের প্রস্তাব আসছিল। কিন্তু ওসবে আবার আমার পোষায় না। এখানে ব্যাটে-বলে মিলে গেল। তাই রাজি হয়ে গেলাম।’

অপরদিকে জয়া কে খুব শিগ্রই দেখা যাবে পরিচালক শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘ছেলেধরা’ -তে। নতুন এই ছবিতে দেখানো হবে একজন আলকোহলিক মা ও মেয়েকে অপহরণবেড় গল্প। আর সেই সিনেমাতে দেখা যাবে অপহরণের পর কি করে বিভিন্ন কৌশলে অপহরণকারীর ছেলেকেই নিজের নাগালে নিয়ে আসেন আলকোহলিক মা। সিনেমাতে অপহরণকারীর ছেলেই যখন শিকার হয়ে যান অপহরণের তখন ওই অপহরণকারীর মনে কি অনুভূত হয় তার পটভূমিতে তৈরী করা হয়েছে এই সিনেমা।

Back to top button