বিনোদনখেলা

Sourav: শিগ্রই আসছে সৌরভের বায়োপিক, যে পাঁচ মুহূর্ত পর্দায় দেখার অপেক্ষায় দাদার ভক্তরা

বাংলার গর্ব ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট দলের একজন জনপ্রিয় অধিনায়ক। কিন্তু বর্তমান ক্রিকেট জগৎ থেকে বিরতি নিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ক্রিকেট কন্ট্রোল কাউন্সিলের ৩৯ তম বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। গত ৮ ই জুলাই সৌরভ গাঙ্গুলির ৪৯ তম জন্মদিন। সৌরভ গঙ্গোপাধ্যায় ১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। মহারাজের জন্মদিনে বাঙালি ক্রিকেটপ্রেমীরা আনন্দে আত্মহারা। এবার সত্যিই কি হতে চলেছে দাদার বায়োপিক? সংবাদমাধ্যমে একথা পরিষ্কারভাবে স্বীকার করলেন মহারাজা। তিনি নিজের বায়োপিকের জন্য সম্মতি দিয়েছেন।

সম্প্রতি দ্বারা ছিল ৪৯ তম জন্মদিন তার পাশাপাশি এদিকে তার বায়োপিকের কথায় আপ্লুত সমস্ত ফ্যানেরা। এবার দাদার বায়োপিক দেখা যাবে বড় পর্দায়। সংবাদ মাধ্যমে তিনি বলেন, তার বায়োপিক তৈরি হবে হিন্দিতে। এতে দেখানো হবে আন্তর্জাতিক ক্রিকেটে মহারাজের প্রবেশ। তারপর ধীরে ধীরে একজন নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে ওঠার গল্পও। তাছাড়া অবশ্যই থাকবে অধিনায়ক হয়ে দলের নেতৃত্ব দেওয়ার গল্পও। শুধু তাই নয় লর্ডসের স্টেডিয়ামে মহারাজার ড্রেস খুলে ঘোরানোর দৃশ্যও তার এই বায়োপিকে দেখানো হতে পারে।

এর আগেও কথা উঠেছিল যে সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরী হবে। দাদা সৌরভ গাঙ্গুলিকে বহুবার প্রোডাকশন হাউজের সাথে বৈঠক করতে দেখা গেছে। VIACOM এর ব্যানারে আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। শুরু হয়ে কাজ। চলছে স্ক্রিপ্ট লেখার কাজ । কিন্তু সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু বলেননি মহারাজ।

তবে পর্দায় যে ৫ টি দৃশ্য দেখার জন্য অপেক্ষায় দাদার ভক্তরা সেগুলি হলো –

প্রথম ক্রিকেট অভিযান: ২৪ বছর বয়সে লর্ডস-এ যাত্রা শুরু করেছিলেন সৌরভ গাঙ্গুলী। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম দিনেই শত রানের রেকর্ড গড়েছিলেন তিনি। পুরো পৃথিবী তাকে সেদিন চিনেছিল। তিনি হয়ে উঠেছিলেন ভারতের গর্ব।

বিশ্বকাপে ১৮৩: বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ১৫৮ বলে ১৮৩ রান করেছিলেন সৌরভ গাঙ্গুলী। ১৭টি চার এবং ৭টি ছক্কা মেরে সেদিন স্টেডিয়াম মাতিয়েছিলেন তিনি।

কোচ গ্রেগ চ্যাপেল বিতর্ক: গ্রেগ চ্যাপেল-সৌরভ গাঙ্গুলীর তিক্ততার কথা সবার জানা। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চ্যাপেলের বিরোধ ভারতীয় ক্রিকেটের ‘কালো অধ্যায়’ হয়ে আছে। কোচ গ্রেগ চ্যাপেলের সঙ্গে ড্রেসিং রুমে বিরোধের জের ধরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়তে হয় গাঙ্গুলীকে।

বাদ পড়ার পর ফিরে আসা: সৌরভ দল থেকে বাদ পড়ার পর বেশ কিছু ঘরোয়া ম্যাচ খেলেন এবং ভালো স্কোর করেন। এরপর তাকে আবার দলে ফিরিয়ে আনার কথা তোলা হয়। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাজকীয় প্রত্যাবর্তন হয় তার।

লর্ডসে জামা ঘোরানো: ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতার পর সৌরভ গাঙ্গুলীর উচ্ছাস প্রকাশ। আর সেই উচ্চাসে জামা ঘোরানো সেই দৃশ্য দেখতে চায় দাদার ভক্তর। এছাড়া এই ঘটনা নিয়ে স্ত্রী ডোনা গাঙ্গুলির কি অভিমত ছিল সেটাও দেখতে চায় দাদার ভক্তরা।

Back to top button