বিনোদন

বিগ বসের ঘরে বেফাঁস মন্তব্য কুমার শানুর ছেলের, ক্ষমা চাইলো ‘কালার্স’ টিভি চ্যানেল কর্তৃপক্ষ

ভারতের জনপ্রিয় একটি রিয়ালিটি শো হলো বিগবস। আর এই বিগবস শো টি বিভিন্ন বিতর্কের কারণে মাঝেমাঝেই জায়গা করে নেয় খবরের শিরোনামে। কখনো অতিরঞ্জিত নাটক আবার কখনো অশ্লিলতার অভিযোগ উঠেছে এই শাওয়ার বিরুধ্যে।

সম্প্রতি ‘মারাঠি ভাষা’ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রোষের মুখে পড়েছে কুমার শানু পুত্র জান কুমার শানু ও কালার্স কর্তৃপক্ষ।সম্প্রতি শেষ প্রোক্যাহৃত হওয়া এক এপিসোডে কুমার শানু পুত্র জান সেই শো এর আর এক প্রতিযোগী নিকি তম্বোলিকে মরাঠিতে কথা বলতে না করে দেন। শুধু তাই নয় শানু পুত্রও আরও বলেন যে তিনি মারাঠি ভাষা খুব অপছন্দ করেন ও এই ভাষা শুনলে অস্বস্তি বোধ করেন।
কুমার শানু পুত্র জান সেই শো তে বলেন ‘মরাঠিসে মুঝে চীড় আতি হ্যায়’ (মরাঠি ভাষা আমায় বিরক্ত করে)।আর এই মন্তব্যের জেরেই এই শো ও শাওয়ার প্রতিযোগী জান পরে জান শিব সেনার রোষের মুখে। তারা ২৪ ঘন্টার মধ্যে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রতিযোগী জান কুমার শানু কে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেন।

আর তারপরেই বিষয়টি নিয়ে নড়ে ছোড়ে বসে কালার্স চ্যানেল কর্তৃপক্ষ। আর তারপরেই চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রাথনা মূলক একটি চিঠি লেখা হয়েছে। সেই চিঠিতে লেখা রয়েছে ‘‘আমরা অভিযোগ পেয়েছি ২৭ অক্টোবরের এপিসোডে মরাঠি ভাষাকে টেনে একটি মন্তব্যের জন্য কালার্স চ্যানেলে। আমরা সেই অভিযোগ জমা করেছি এবং সেটি সঠিক করবার পদক্ষেপ নেওয়া হচ্ছে- ভবিষ্যতে ওই এপিসোডের পুনঃসম্প্রচার থেকে ওই দৃশ্য বাদ দেওয়া হবে’।

সঙ্গে যোগ করা হয়- ‘আমরা ক্ষমাপ্রার্থী যদি ভুলবশত ওই দৃশ্য সম্প্রচারের জন্য আমরা মহারাষ্ট্রবাসীর ভাবাবেগে আঘাত দিয়ে থাকি। আমরা দর্শকদের সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং মরাঠি ভাষাসহ ভারতের সমস্ত ভাষার প্রতি আমার একই রকমের আদর ও সম্মান রয়েছে’।

Back to top button