বিনোদন

সিনেমাপ্রেমী’দের অপেক্ষার অবসান, ‘বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’ শিগগিরই আসছে পর্দায়

সিনেমা পরিচালক এস এস রাজামৌলি ২০১৫ সালে ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলি’ দিয়ে মন কেড়ে নেন ভারতের সমস্ত সিনেমাপ্রেমীদের। তারপর ২০১৭ সালে সেই সিনেমার প্রিক্যুয়েল ‘বাহুবলি: দ্য কনক্লুসন’ নিয়ে আসেন তিনি। যা তৈরী করেছিল ভারতীয় সিনেমায় একটি নতুন রেকর্ড।

কিন্তু সিনেমাটি শেষ হয়ে গেলেও এখনো দর্শকদের মনে রয়ে গেছে তার আগ্রহ। তাই এবার সেই কারণেই পরিচালক রাজমৌলির সাথে নতুন চুক্তি করেছে ভিডিও স্ট্রিমিং সংস্থা নেটফ্লিক্স।

নেটফ্লিক্স এর আগেই ‘বাহুবলি’ র উপর ভিত্তি করেই অরিজিনাল ওয়েবসিরিজ নির্মাণ করার ঘোষণা করেছিল। নতুন এই সিনেমার নাম হবে ‘বাহুবলি: দ্য বিগিনিং’

‘বাহুবলি: দ্য বিগিনিং’তৈরী হবে আগের দুটি সিনেমার ঘটনার উপরে ভিত্তি করেই। এই সিনেমাটিও হবে প্রিক্যুয়েল ইতিমধ্যে এই সিনেমার কাজ শুরু করে দিয়েছে নেটফ্লিক্স ও অর্ক মিডিয়া ওয়ার্কস।

শুক্রবার এক বার্তায় নেটফ্লিক্স জানিয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমা গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা হলো ‘বাহুবলি’। আর এরকম একটা ব্লকবাস্টার ও জনপ্রিয় সিনেমাকে নতুন করে জীবন্ত করে তোলার জন্য নেওয়া হচ্ছে সমস্ত রকমের প্রস্তুতি। আর খুব শিগ্রই এই সিনেমার প্রচার শুরু করা হবে।

অপরদিকে অর্ক মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে সারা বিশ্বের কোটি কোটি মানুষের পছন্দের তালিকায় আছে বাহুবলি মহাকাব্য। তাই নেটফ্লিক্সের সাথে আমরা এই আলোড়ন সৃষ্টিকারী গল্পকে আবার নতুন করে সাজাচ্ছি। আমাদের এই নতুন গল্প দর্শকদের প্রেরণা ও আনন্দ দেবে।

বাহুবলি: বিফোর দ্য বিগিনিং’নির্মাণ করা হবে আনন্দ নীলকণ্ঠ রচিত ‘দ্য রাইজ অব শিবগামী’ অবলম্বনে।

আর সেই প্রিকুয়েলে দেখাযাবে যে রানী শিবগামী কিভাবে বিদ্রোহী ও প্রতিহিংসা পরায়ণ মেয়ে থেকে যোগ্য ও বিচক্ষণ রানীতে পরিণত হলেন।দেখানো হবে ক্ষমতা, রাজনীতি ও ষড়যন্ত্র এসবকিছুর মধ্য দিয়েই একটি নগররাষ্ট্র থেকে কীভবে গড়ে তোলা হয় বাহুবলীর সেই চর্চিত মহিষ্মতী সাম্রাজ্য।

Back to top button