বিনোদন

বাংলায় খুলে যাচ্ছে সিনেমা হল, যাত্রানুষ্ঠান, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে প্রায় ৬ মাস আগে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে দেশ জুড়ে জারি করা হয় লকডাউন। আর সেই ঘোষণার সাথে সাথেই বন্ধ হয়ে যায় দেশের আর্থিক ব্যবস্থা। মানুষ তাদের কাজ ছেড়ে সময় কাটাতে থাকে ঘরে বসে। আর সেই সাথে সেই সময় বন্ধ হয়ে যায় সিনেমা হল যাত্রা মঞ্চ সংগীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান এবং ম্যাজিক প্রদর্শনী অনুষ্ঠান গুলি।

তারপর পর্যায়ক্রমে আনলক পর্ব শুরু করা হলেও বন্ধই রাখা হয় সিনেমা হল ও থিয়েটার হল গুলিকে। সিনেমা ব্যক্তিত্বদের অনুরোধেও পাওয়া যায়নি কোনো ছাড়। অবশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বানের্জী রাজ্যবাসীকে জানিয়ে দিলেন সুখবর।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন “নিউ নরমালে ফিরতে আগামী ১ অক্টোবর থেকে যাত্রা, খেলাধুলো, মুক্তমঞ্চ, সিনেমা হল এবং সমস্ত রকমের সংগীত, নৃত্য, আবৃত্তি ও ম্যাজিক শো-এ সর্বাধিক ৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে আয়োজনের অনুমতি দেওয়া হবে”।”

তবে মমতা হবে বেশ কিছু শর্ত। আর সেই শর্ত সম্পর্কে মমতা ব্যানার্জি জানিয়েছেন “সিনেমা হল সহ এই সকল অনুষ্ঠানের ক্ষেত্রে মানুষের উপস্থিতি ৫০ জনের বেশি রাখা যাবে না। পাশাপাশি অংশগ্রহণকারীদের এবং দর্শকদের মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমস্ত রকম কোভিড প্রটোকল মেনে চলা বাধ্যতামূলক।”

Back to top button