বিনোদন

হলুদ শাড়ি আর খোলা পিঠ,পরনে স্লিভলেস ব্লাউজ, রবীন্দ্র নৃত্যে নজর করলেন বাঙালি অভিনেত্রী দর্শনা

দর্শনা বনিক এখন টলিপাড়ার এক জনপ্রিয় নাম। পরিচালক অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘জোজো’ সিনেমা দিয়ে বাংলা সিনেজগতে অভিষেক করেন। শুধু বাংলা ছবিই নয় তেলুগু ছবি ‘আতাগাল্লু’ -তে অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন দর্শনা। এছাড়া ব্যোমকেশ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন মিউজিক অ্যালবামে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। দর্শনা নিজের কেরিয়ারের শুরুটা করেছিলেন মডেলিং দিয়ে। অভিনেত্রীর হাতে এখন নতুন ওয়েব সিরিজের কাজ। এবারে পরিচালক সৌম্যজিৎ আদকের ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’ নামক ওয়েব সিরিজে সৌরভের বিপরীতে অভিনয় করছেন দর্শনা।

দর্শনা অভিনয় আর মডেলিং এর পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে বেশ ভালোই সক্রিয়। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রায়প লক্ষাধিকের বেশি অনুগামী। সম্প্রতি ছিল ২২ শে শ্রাবণ, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনে অভিনেত্রী নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। ফেসবুকে শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অভিনেত্রী সুন্দর নাচ পরিবেশন করছেন। এও দিন দর্শনা হলুদ শাড়ির সঙ্গে মাথার জুঁই ফুলের মালায় খোঁপা করে সুন্দর করে সেজেছেন ৷ এই নাচের ভিডিয়োর ক্যাপশন লিখেছেন, বাইশে শ্রাবণে কবিগুরুর স্মরণে তাঁদের শ্রদ্ধার্ঘ্য ৷

অনেকে অভিনেত্রীর এই ভিডিয়োতে প্রশংসা করেছেন। তবে বহু মুনি ব্যক্তিগণ অভিনেত্রীকে ট্রোলড করতে ভোলেননি। আসলে ট্রোলাররা টার্গেট অভিনেত্রীর পরনের ব্লাউজ ৷ উন্মুক্ত পিঠ, স্লিভলেস ব্লাউজ পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ কিছুতেই মেনে নিতে পারছেনা। একজন নেটবাসী লিখেছেন, ‘উদ্দেশ্যটা কী? রবি ঠাকুরকে শ্রদ্ধা জানানো, নাকি ওরকম পিঠখোলা ব্লাউজ পরে শরীর দেখিয়ে নিজের প্রচার?’ আর একজন লিখেছেন, তিনি নাকি দর্শনার রুচিবোধ দেখে বিস্মিত! তাঁর কথায়, কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য পিঠখোলা হাতকাটা ব্লাউজটা না পরলেই ভাল লাগত৷

Back to top button