বিনোদন

বেঙ্গল টপার ‘মিঠাই’, তৃতীয় স্থানে ‘খড়কুটো’, চলছে হাড্ডাহাড্ডি লড়াই, রইলো টিআরপি তালিকা

বাংলা ধারাবাহিক সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সারাদিন কাজকর্ম শেষ করার পর বাড়ির মা-কাকিমার সকলেই টেলিভিশনের সামনে বসে পড়েন সিরিয়াল দেখার জন্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। তার সাথে জমে যায় সকলের গল্প।

ক্রমশ টানটান পর্ব চলছে ‘মিঠাই’ ধারাবাহিকে। ‘মিঠাই’ ধারাবাহিকে ডিভোর্স পর্বেই যেন হয়ে উঠেছে সেরা। তারপর আবার ডিভোর্সের পর ফুলশয্যা। ফুলশয্যার রাত, বর ধীরে ধীরে গয়না খুলে দিচ্ছে, আর বউ আউচ শব্দে বুঝিয়ে দিচ্ছে লাগছে। তারপর বর আবার বলছে, লাগছে কি? বউ মিষ্টি হেসে ঘাড় ঘুরিয়ে বলছে হ্যাঁ বা নায়ের মাঝামাঝি। আবার ‘অপরাজিতা অপু’তে বউ অভিমান করে শ্বশুর বাড়ি ছাড়ছে, যে কেউ একজন ভুয়ো খবর দিয়ে বলছে বউ নাকি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। সবকিছু মিলিয়ে চলছে ধারাবাহিকের নানারকম রসায়ন।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপির তালিকায় সেরা ধারাবাহিক গুলির নাম প্রকাশ হয়েছে। তবে দেখে নিন এক ঝলকে টিআরপি রেটিংয়ে কে কোন স্থানে রয়েছে:

১.মিঠাই – ১১.৫
২.অপরাজিতা অপু – ৯.৬
৩.খড়কুটো – ৭.৯
৪.যমুনা ঢাকি – ৭.৮
৫.শ্রীময়ী – ৭.৪
৬.মহাপীঠ তারাপীঠ – ৭.০
৭.কৃষ্ণকলি ও গঙ্গারাম – ৬.৯
৮.জীবন সাথী – ৬.৬
৯.রানী রাসমণি – ৬.৫
১০.বরণ – ৬.৪

১১.গ্রামের রাণী বীণাপাণি – ৬.১
১২.ফেলনা ও কড়ি খেলা – ৫.৪
১৩. এই পথ যদি না শেষ হয় – ৫.২
১৪.দেশের মাটি – ৪.৮
১৫.রিমলি – ৪.৭
১৬.খেলাঘর – ৪.২
১৭.তিতলি – ৩.৮
১৮.কি করে বলবো তোমায় – ৩.১
১৯.রাধাকৃষ্ণ ও মোহর – ২.৭
২০.ওগো নিরুপমা – ২.৪
২১.ধ্রুবতারা ও মঙ্গলময়ী সন্তোষী মা – ২.২
২২.সাঁঝের বাতি – ১.৫
২৩.জয় হনুমান – ১.৩

রিয়্যালিটি শো

শুভশ্রীর বডি ফিটনেস নিয়ে যতই কটাক্ষ করা হোক না কেন, এখনও শুভশ্রী, জিৎ ও গোবিন্দর জুটি হিট। হ্যাঁ, নেট জনতার রোষে হয়তো ক্রমাগত পিছিয়ে যাচ্ছেন সুদীপা রান্নাঘরের রাণী।

১.ড্যান্স বাংলা ড্যান্স – ৭.৪
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.৮
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.১
৪.রান্নাঘর – ১.৭

Back to top button