‘অনুরাগের ছোঁয়া’তে রুপা চরিত্রে অভিনয় করেই বাজিমাত! সিরিয়ালের পর ওয়েব সিরিজে ডেবিউ করল সৃষ্টি মজুমদার
অনুরাগের ছোয়া ধারাবাহিকে রূপা চরিত্রে অভিনয় করেছেন ছোট শিল্পী সৃষ্টি মজুমদার। সিরিয়াল লিপ -এর পর এই মেয়ের অভিনয় দেখে হতবাক ছোট পর্দার দর্শকরা। এত অল্প বয়সে পর্দায় চরিত্রটি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সত্যিই আশ্চর্যজনক।
ধারাবাহিকে রূপার অভিনয় দেখে বেশিরভাগ দর্শকই বলেছেন এই মেয়ে অনেক বড় অভিনেত্রী হবে। আর ঠিক তাই হবে। “অনুরাগের ছোয়া ” ছোট সৃষ্টি তিনি এখন একটি ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করছেন।
অনুরাগের ছোয়া থেকে রূপা সন্দীপ্তা সেনের নতুন ওয়েব সিরিজ ‘নষ্টনীড়’-এ অভিনয় করেছেন। ধারাবাহিকে সন্দীপ্তার মেয়ের চরিত্রে অভিনয় করবেন এই ছোট্ট মেয়েটি। সবচেয়ে মজার ব্যাপার হল এই সিরিজে তার বাবা অনুরাগের ছোয়া ধারাবাহিকের সিরিজের কবির স্যার।
সিরিজের ট্রেলারে রূপার একটি আভাস ভক্তদের উন্মাদনায় নিয়ে যাচ্ছে। এত কম বয়সে সফল হওয়ার জন্য নেট দুনিয়া সৃষ্টির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে।
View this post on Instagram