বিনোদন

বন্ধ হয়ে গিয়েছে রোজগারপাতি, নিজের গানই গাইতে পারছেন না বাদাম কাকু

ভারত-বাংলাদেশ সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়েছিল তার গান। এক সময় গান গেয়ে বাদাম বিক্রি করতেন। বাদাম বিক্রেতা থেকে আজ তিনি সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি। তার গান তাকে পৌঁছে দিয়েছে অসংখ্য মানুষের কাছে। তিনি হলেন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার ভুবন বাদ্যকর। তার গানের টানে তার সঙ্গে দেখা করেছেন দেশ-বিদেশের বহু জনপ্রিয় ইউটিউবার।

তবে অনেকদিন হল তাকে দেখা যাচ্ছে না ‘কাঁচা বাদাম’ গান গাইতে। কোথায় যেন হারিয়ে গিয়েছেন ‘বাদাম কাকু’। বহুদিন হয়ে গিয়েছে তাকে কোনও শোতে দেখা যায় না। এক ছোট গ্ৰামের বাদাম বিক্রেতা হিসেবে গান গেয়েই এক সময় রাতরাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ভুবন বাদ্যকর। কিন্তু নিজের গান এখন গাইতে পারছেন না ‘বাদাম কাকু’। তবে এই বিষয়ে এবার মুখ খুলেছেন তিনি।

‘বাদাম কাকু’র অভিযোগ, ‘কাঁচা বাদাম’ গান সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও পোস্ট করলেই কপিরাইটে আটকে দেওয়া হচ্ছে। এরফলে রোজগারপাতি বন্ধ হয়ে গিয়েছে তাঁর। কদিন সংসার চালানোও মুসকিল হয় যাবে। তিনি আরও বলেছেন, গোপাল নামের এক ব্যক্তি তাকে তিন লাখ টাকা দিয়ে বলেছিলেন সে তার চ্যানেলে ঐ গানটা চালাবে। চুক্তির পেপারে সইও করেন ভুবন বাদ্যকর। কিন্তু তার পরেই বিপত্তি।

তিনি বলেন, তার সেই গান কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই কপিরাইট দেওয়া হচ্ছে। তাই কোথাও ‘কাঁচা বাদাম’ শব্দটি ব্যবহার করতে পারছেন না তিনি। করলেই মিলছে কপিরাইট। তাই তাঁর দাবি, ঐ ব্যক্তি তাকে না জানিয়ে তার গানের কপিরাইট নিজের নামে লিখিয়ে নিয়েছে। এই জন্য তাদের না জানিয়ে একটি কাগজে সই করিয়ে নিয়েছেন। গোপাল নামের ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলাও করেছেন ভুবন বাদ্যকর।

Back to top button