বিনোদন

‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চনের জন্মদিন আজ, জেনেনিন তার সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য

আজ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন।বলিউডের এই ‘অ্যাংরি ইয়াং ম্যান’ খ্যাত অভিনেতা আজ পা দিলেন জীবনের ৭৮ তম বছরে। বার্ধক্যের চাপে তিনি নিজেকে এখনো গুটিয়ে নেননি এখনো সমান তালে বলিউডের যেকোনো তারকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করতে পারেন এই মেগাস্টার।

ভারতীয় চলচিত্র জগতের এই মেগাস্টার ১৯৪২ সালের ১১ অক্টোবর জন্ম গ্রহণ করেন এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারে। তার পিত হরিবংশ রাই ছিলেন একজন খ্যাতনামা কবি। তার মায়ের নাম ছিল তেজি বচ্চন।

অমিতাভ বচ্চন মাত্র ২০ বছর বয়সেই অভিনেতা হওয়ার উদ্যেশ্য নিয়ে কলকাতার ব্ল্যাকার এন্ড কোং নামক জাহাজ কোম্পানির কাজ থেকে ইস্তফা দিয়ে প্রবেশ করেন মুম্বাইয়ের স্বপ্নের জগতে। তারপর অনেক চড়াই-উত্রাইয়ের সম্মুখীন হয়ে তিনি প্রথম সুযোগ পান ‘সাত হিন্দুস্তানি’ নামক একটি চলচ্চিত্রে। যদিও সেই সিনেমাটি সুপারহিট হয়নি তবে সেই সিনেমায় অভনয়ের জন্য নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আর তার কিছুদিন পরেই তাকে অভিনয় করতে দেখা যায় তৎকালীন সুপার ষ্টার রাজেশ খান্নার সাথে ‘আনন্দ’ সিনেমায়। যে সিনেমাটি যেমন হয়েছিল সুপারহিট সেরকমই অমিতাভের অভিনয়ের প্রশংসা ছড়িয়ে পড়েছিল চলচিত্র সমালোচকদের মুখে মুখে। তারপর আর পেছনে ফিরে তাকাতেহয়নি অমিতাভ কে তিনি পর পর অভিনয় করেন রাম বলরাম, শান, লাওয়ারিস এবং শক্তিসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে। তবে সেই সময়ে অমিতাভ বচ্চনের সবচেয়ে সফল সিনেমা ছিল ‘দোস্তানা’।

তবে অমিতাভ বচ্চনের জীবনের একটি অন্যতম বছর ছিল ১৯৮৪ সাল। তিনি সেই বছর তাদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু তথা কংগ্রেস সভাপতি রাজীব গান্ধীর সমর্থন নিয়ে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার পর যোগ দেন রাজনীতিতে। সেই সময় তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেন। সেই সময় তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়ে সংসদ হিসেবে নির্বাচিত হন। তবে তিনি রাজনীতিতে বেশি দিন স্থায়ী ভাবে থাকেননি মাত্র ৩ বছর পরেই তিনি পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এরপর অমিতাভ আবার বলিউডে পা রাখেন ১৯৮৮ সালে ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে।

তবে অমিতাভ শুধু সিনেমার পর্দাতে নয় নিজের পারিবারিক জীবনেও তিনি নিজেকে একজন সুপারস্টার হিসেবেই প্রমাণিত করেছেন। তিনি ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়ী কে। তারা তাদের দাম্পত্য জীবনের ৪৭ বছর কাটিয়ে ফেলেছেন ইতিমধ্যে।

সিনেমা ছাড়াও অমিতাভ বচ্চন টিভির পর্দাতেও বেশ সাফল্য লাভ করেন। অমিতাভ বচ্চন ২০০০ সালে টিভির পর্দায় আসেন কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের মাধ্যমে। সেই অনুষ্ঠানের সঞ্চালনার কাজ তিনি এখনো করে যাচ্ছেন স্বাভাবিক ছন্দেই। এই মুহূর্তে অমিতাভ বচ্চন এই শো এর ১২ তম সিজনের শুটিং করছেন।

ভারতীয় শিল্প কলায় অনবদ্য অবদানের জন্য ভারত সরকারের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে পদ্মশ্রী(১৯৮৪) পদ্মভূষণ (২০০১) পদ্মভূষণ (২০১৫)।

Back to top button