বিনোদন

অস্ত্রোপচার হয়ে গেলো অমিতাভের, সুস্থ আছেন জানিয়ে অনুরাগীদের আশ্বস্ত করলেন বিগ বি

বলিউড মেগাষ্টার ও শাহেনশা খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ভালো নেই। তার শারীরিক অবস্থা যে এখন বিশেষ ভালো নেই তা তিনি কিছুদিন আগেই তার নিজের ব্লগে জানিয়েছেন। তিনি শনিবার নিজের একটি ব্লগে লেখেন ‘মেডিক্যাল কন্ডিশন…সার্জারি…আর লিখতে পারছি না।’ যদিও সেই ব্লগে অমিতাভ স্পষ্ট করে জানান যে তার আসলে কি হয়েছে।

বলিউডের এই কিংবদন্তি অভিনেতার বর্তমান বয়স ৭৮ বছর। তিনি এই বয়সে এসে মাঝে মাঝেই হয়ে পড়েন অসুস্থ। বাদ যাননি করোনার আক্রমণ থেকেও। তবে পর্দার এই অ্যাংরি ইয়াংম্যান বাস্তবে অনেকবার পরিচয় দিয়েছেন তার দৃঢ় মানসিকতার। তিনি ম্প্রতিবারেই কোনো কিছুর তোয়াক্কা না করেই ফিরে এসেছেন সুস্থ হয়ে। আর তার এই বার বার ফিরে আসার পেছনে রয়েছে লক্ষ লক্ষ অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসা।

অমিতাভের লেখা ব্লগ প্রকাশ্যে আসতেই অমিতাভের ফ্যানেরা হয়ে গেছেন উদ্বিগ্ন। সকলেই তার অসুস্থতার কথা শুনে করছেন আরোগ্য কামনা। তবে অমিতাভের এই মুহূর্তে ঠিক কি হয়েছে তা এখনো প্রকাশ্যে না আসায় ভক্তদের চিন্তা আরও দ্বিগুন হয়েছে।

তবে ভক্তদের চিন্তা দূর করে এবার এলো খুশির খবর। অমিতাভের চোখের একটি ছোট্ট অপারেশন ছিল যা সাফল্যের সাথে শেষ হয়েছে। অপারেশন শেষে অমিতাভ লিখেছেন তিনি লিখেছেন, ‘এত উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এই বয়সে চোখের অস্ত্রোপচার বেশ স্পর্শকাতর হতে পারে এবং পুরো বিষয়টি খুব যত্ন সহকারে সামলাতে হয়। শ্রেষ্ঠ উপায়ে চিকিৎসা করা হয়েছে এবং আশা করা যায়, সব ঠিক হয়ে যাবে’। এর সঙ্গেই অভিনেতা জানিয়েছেন, চোখের দৃষ্টি ধীরে ধীরে ফিরছে এবং তিনি সুস্থ হয়েছেন। সেই কারণে লেখায় কোনও ভুলভ্রান্তি হলে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও বহুবার অসুস্থ হয়েছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন সময়ে দেখা দিয়েছে নানা সমস্যা। ‘কুলি’ সিনেমার শুটিং সেটে চোট পাওয়ার পর থেকেই বারবার বিভিন্ন অসুখ বাসা বেঁধেছে বিগ বি’র শরীরে। তবে প্রতিবারই সব রোগকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল অমিতাভের। ঘুণাক্ষরেও অভিনেতা টের পাননি যে, এরও আট বছর আগে থেকে তাঁর শরীরে ঢুকে পড়েছিল এই রোগ। গেপাটাইটিস বি-তেও আক্রান্ত হয়েছিলেন বিগ বি।

Back to top button