পোশাকের বদলে খবরের কাগজ পরে ব্যাপক ট্রোলের শিকার হলেন মা সিরিয়ালের ঝিলিক!

করোনা আবহের ফলে সকলে গৃহবন্দী শ্যুটিং ফ্লোর বন্ধ থাকায় সেলিব্রিটিরা বাড়িতেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের অনুরাগীরা যোগাযোগ রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তারকারা তাদের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। তিথির শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে স্প্যাগেটি ক্রপ টপ ও কালো রঙের পেনসিল স্কার্ট এবং কানে জাঙ্ক ইয়ারিং।
অভিনেত্রী তিথি বসু সকাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে লিখেছেন, তোমাদের জন্য। কিন্তু নেটিজেনদের একাংশ তিথিকে ট্রোল করতে শুরু করেছেন। তিথির পরনের টপের প্রিন্ট ছিল নিউজপেপার প্রিন্ট। ফলে অনেকেই বলছেন, শেষ অবধি পোশাকে নিউজপেপার! এই ধরনের মন্তব্যের দুটি অর্থ রয়েছে যা একটি মেয়ের পক্ষে যথেষ্ট অপমানজনক। শুধু তিথি বসু না, এর আগেও অন্যান্য অভিনেত্রীরা নানান প্রিন্টেড পোশাক পড়েছেন কিন্তু তাদের ট্রোল হতে হয়নি। তাহলে তিথি বসু কেন? দর্শকদের একাংশের মনে উঠেছে প্রশ্ন।
View this post on Instagram
ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ সে-সময়কার একটি সেরা ধারাবাহিক ছিল। ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি চলেছিল এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায়। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন তিথি। ফেসবুক ও ইন্সটায় নিজের হট লুকের কিছু ছবি পোস্টই করে থাকেন অভিনেত্রী।সেই ছোট্ট ঝিলিক আর ছোট নেই। এখন সে বহু পুরুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট হট।
এই ধারাবাহিকের টিআরপি কোনসময়ই কমতো না। সকলের রুটিন ছিল যে যেখানেই থাকুক না কেন সময় হলে সকলে টেলিভিশনের সামনে বসে পড়েন ‘মা’ দেখার জন্য। ধারাবাহিকটিতে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছেন তিথি বসু। পরবর্তীকালে বড় ঝিলিকের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীতমা ভট্টাচার্যকে। দীর্ঘ ১১ বছর পর মা সিরিয়ালের ঝিলিক আর ছোট নেই সে রীতিমত বড় হয়ে উঠেছে। আজ সে যুবতী। অভিনয়ে এখন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিথি বসু।