বিনোদন

অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভভিনেত্রীরা, দেখুন কোন দলের পাল্লা ভারী হল!

ভোটের আর বেশি দেরি নেই। টলিউড থেকে সমস্ত জায়গায় চলছে রং বদলের খেলা। ইতিমধ্যেই টলিপাড়ার বহু তারকা নিজেদের নতুন পরিচয় তৈরি করার জন্য রাজনীতিতে যোগ দিয়েছেন। ২০২১ এর বিধানসভা ভোটের খেলা শুরু হয়ে গেছে। যেরকম কুরুক্ষেত্র যুদ্ধের আগে পাণ্ডবরা জানতে পারেনি যে মামা শকুনি কি চাল দেবে। সেখানে তাদের ছলনা করে হারানো হয়। বর্তমানে খেলা চলছে দুটি দলে।

টলিউডের রুপোলি পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে তারকারা। এখন টিকিট পাওয়ার অপেক্ষা। একবার টিকিট পেয়ে বিধানসভা ভোট জিতে বিধায়ক হয়ে গেলেই তো কাজ হয়ে গেলো। রুপোলি পর্দা ছেড়ে নেমেছেন রাজনীতিতে। সবাইকে যে একই রকম মনে করা হবে তা নয়, কেউ আছেন যারা সত্যি সত্যি মানুষের সেবা করতে চান তবে আবার কেউ শুধুমাত্র সিনেমার ক্যারিয়ারের কথা ভেবে নিজের আলাদা পরিচয় বানানোর কাজে খেলায় উঠেছেন।

টলিপাড়া এখন দুটি আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। সবাই নিজেরা পছন্দমত দলে যোগ দিয়েছে। কেউ যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে তো কেউ নাম লিখিয়েছেন সবুজের মাঝে। শুধুই হাড্ডাহাড্ডি লড়াই চলছে চারিদিকে। এবারে অভিনেতাদের পাশাপাশি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রীদেরও দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতির ময়দানে। রাজনীতিতে আসা শুরু হয়েছিল মিমি, নুসরত, শতাব্দী, লকেট, রূপাদের নিয়ে।

এবারে রাজনীতির ময়দানে নতুন সব খেলোয়াড় নাম লিখিয়েছেন। বিজেপিতে যোগ দিয়েছেন টলি ডিভা শ্রাবন্তী, পায়েল অন্যদিকে তৃণমূলে রয়েছেন আগে থেকেই মিমি নুসরত। তারপরে যোগ দিয়েছেন সায়ন্তিকা, কৌশানি, লাভলি, রণিতা, জুন মালিয়া, সায়নী ঘোষ। ভোটের দিনক্ষণ পাকা হয়ে গেছে। জানা গেছে ভোট হবে মোট এত দফায়। ভোটের টিকিট কারা কারা পাচ্ছেন তা জানা যায়নি। শুধুমাত্র এখন অপেক্ষা করে দেখতে হবে কিরকম কারিগরের হাতে এই সোনার বাংলার দায়িত্তবার পরে।

Back to top button