বিনোদন

বিজয় দশমীতে সিঁদুর খেললেন অভিনেত্রী স্বস্তিকাও, দেখেনিন তার পুজোর সম্পূর্ণ অ্যালবাম

করোনা আবহে গোটা দেশের সাথে সাথে আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গও। আর এই আতঙ্কের কারণেই এবার ফিকে পরে গেছে বাঙালির দূর্গা পূজাও। ক্লাব থেকে শুরু করে বিভিন্ন বনেদি বাড়ির পুজো সব খানেই দেখা গেছে আনন্দের ক্ষেত্রে ফিকে রং। সকলেই যেন এবার কিছুটা দায় সারা ভাবেই কাটালেন পুজো। এক দিকে সরকারি বিধি নিষেধ অপরদিকে নিজের সুরক্ষা বিধি সব কিছু খেয়াল রেখেই এবার কাটলো বাঙালির পুজো।

তবে হাইকোর্টের নির্দেশ মেনেই এবার আয়জন করা হয়েছে সমস্ত পুজো। যাক জমক পূর্ণ আয়োজন না থাকলেও বাঙালির মনে ছিল দেবী দর্শনের আনন্দ। আর এই পুজোতে ঘুরতে বেড়িয়েছেন অনেকেই। সোশ্যাল ডিস্টেন্সের বিধি মেনেই মণ্ডপে মণ্ডপে মানুষ করেছে দেবী দর্শন।

আর এই পুজো আবহেই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে স্বস্তিকাকেও দেখা গেলো বিজয় দশমির সিঁদুর খেলায় মেতে উঠতে পুজোর পাঁচটি দিন জনপ্রিয় এই অভিনেত্রী কাটিয়েছেন তার মেয়ে ও পরিবারের বাকি সদস্যদের সাথে। আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পুজোর মুহূর্ত কাটানোর বিভিন্ন ছবি।

 

View this post on Instagram

 

একটা সময় মনে হচ্ছিল পুজোটা বোধ হয় হবেই না। তারপর হুশ করে চারটে দিন এল, চলেও গেল। আসা যাওয়ার এই স্রোতে কিছু ভাল কিছু খারাপ, সব মিলেমিশে এক হয়ে গেল। মাঝে পড়ে থাকলো অনেকগুলো স্মৃতি। যেগুলো সামনের বছর পর্যন্ত তোলা থাকবে মনের খাতায়, পাতায় পাতায়। এবারটা কেমন যেন ভয়ে ভয়ে, সাবধানে দূরে দূরে ঘুরে ফিরে নেই যে তার মানে সবাই বললো ভীড় ‘করোনা’ ধরবে এসে রোগে মাঝখানেতে আনন্দটাই গেল মায়ের ভোগে নো প্রবলেম, পরের বার ফিরসে জমবে মেলা ঠাকুর দেখা ‘কাছ’ থেকে হবে সিঁদুর খেলা মা… আসছে বছর আবার এসো আবার ভালবেসো.. দুগ্গা দুগ্গা॥ শুভ বিজয়া ❤️🌹 Thank you @mallicknita.gintu for the pujor saree 💋💋 #boloduggamaikijoy #ashchebochhorabarhobey #durgapuja

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

 

View this post on Instagram

 

ভোরে ঢাকের শব্দে ঘুম ভাঙলো। ঘুমের টুকরোগুলোকে বালিশের ওপর যত্ন করে শুইয়ে রেখে স্নানঘরের পালা। আগের রাতে বের করে রাখা শাড়ীটার তখন দেমাক দেখে কে! আলমারির বাকি বারো হাটগুলোর ততক্ষণে মুখ ভার। হিংসেতে তেলে বেগুন। সুগন্ধীর স্প্রে ভেজা চুলের কান ঘেঁষে দেওয়ালে লাগলো। মোবাইলের ঘড়ি দু’হাত কোমরে রেখে ‘বেরো বেরো’ করছে! @chandreyee বাড়ীর অলিন্দে মাকে ঘিরে চেনা ভিড়। “কি রে এসে গেছিস, তোর কথাই ভাবছিলাম !” …. আবার এক বছর পর। পর পর ছয় বছর। রিচুয়াল বলে কথা। মাস্কমুখী চোখ দুটোয় ধোঁয়ার ঝাঁঝ। কোনো কাজ রাখিনি আজ। ফুলে ফুলে ঢাকা মায়ের পা। লুকিয়ে গল্প করছে কোশাকুশির সঙ্গে। সন্ধিপুজো, সন্ধ্যারতি ~ সব একে একে জানান দেয় মা আছেন। টুকরো টুকরো স্মৃতির মাঝে মেঘ কেটে যায় আপন সাজে। দুপুরে আলিপুর বললো দুর্যোগ গেছে কেটে, নো মোর চাপ। হঠাৎ ঝলমলে আকাশ থেকে একটুকরো রোদ বেয়ে নীচে নেমে এসে কানের দুলটায় টোকা মেরে বাবা বলে গেল… “কী রে? মিস করছিস?” ……..

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

Back to top button