বিনোদন

‘ভয়ংকর রাত আমার জীবনে এর আগে কখনো আসেনি’

কলকাতার একটি নামি স্পা হাউজ থেকে কিছুদিন আগে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন কে। আর সেই গ্রেফতারের তালিকায় ছিলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি সেই অভিযোগ অস্বীকার করে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর কারাগারে কাটানো সেই ভয়ঙ্কর রাতের বর্ণনা দিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি তিনি কারাগারের থাকার সেই ভয়ঙ্কর রাতের একটি বর্ণনা আনন্দবাজার পত্রিকায় লেখেন প্রতিবেদন হিসেবে। তার সেই নিবন্ধের শিরোনাম ছিল ‘স্ত্রী যদি পাশে না থাকত, আমি হয়তো আত্মহত্যা করে বসতাম’।

সেই পত্রিকায় তিনি লিখেছেন ‘‘এখনো কেমন সব গুলিয়ে যাচ্ছে। স্বাভাবিক হতে পারছি না। ‘স্পা’-এ যাওয়া নয়, আসলে অভিনেতা হওয়া পাপ। সেটা বুঝে গিয়েছি। বুঝে গিয়েছি, বিপদের দিনে কোনো ‘বন্ধু’ পাশে দাঁড়ায় না। কেউ নয়নাকে একবার ফোন করেও জানতে চায়নি, ও কেমন আছে! সেদিন মধ্যরাতে লালবাজারের লকআপে বন্দি হলাম আমি। চোর, ডাকাত, খুনিরা যেমন হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের শরীরও ঠিক করে দেখা যায় না। ওখানেই লোকে বাথরুম করছে। থু-থু ফেলছে। মধুচক্রে ধরা পড়েছি জেনেই শুরু হলো অশ্রাব্য গালাগাল। গা গুলিয়ে উঠছিল। মনে হল শুধু জল খেয়ে আছি তো! তাই গা গুলোচ্ছে। এমন ভয়ংকর রাত আমার জীবনে এর আগে কখনো আসেনি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বন্ধুদের নিয়ে, নয়নাকে নিয়ে আনন্দে ছিলাম। কিন্তু এটা কী ঘটল আমার সঙ্গে?’

Back to top button