ভক্তদের জন্য সুখবর, ‘পিলু’র পর ফের একসঙ্গে মেঘা-ইধিকা
জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’র দুই প্রধান অভিনেত্রী মেঘা দাঁ এবং ইধিকা পাল আবার একসঙ্গে কাজ করতে চলেছেন। তবে এবার তারা কোনও নতুন সিরিয়ালে নয়, একটি বড় ইভেন্ট শোতে।
কলকাতার একটি বড় ইভেন্ট শোতে ‘উর্যা’ নামে একটি নাচের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামে মেঘা এবং ইধিকা দুজনেই অংশ নেবেন। এক সাক্ষাৎকারে মেঘা জানান, “বহুদিন পর আবার আমি ইধিকার সাথে কাজ করব। দারুণ লাগছে। পিলু টিমটা খুব মিস করি।”
মেঘা বর্তমানে নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত। তিনি জানিয়েছেন কাজের প্রস্তাব পেয়েছেন কিন্তু তিনি রাজী হননি। কারণ যতদিন না এমএ শেষ হচ্ছে ততদিন তিনি অভিনয়ে ফিরবেন না।
View this post on Instagram
মেঘা এবং ইধিকার রঞ্জা-পিলু জুটি ছিল দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয়। ধারাবাহিকের প্রথম দিকে রঞ্জাকে ভিলেন হিসাবে দেখা গেলেও পরবর্তীকালে ধারাবাহিকের নায়িকা হয়ে উঠেছিল এই মেয়েটি।
View this post on Instagram
এই প্রোজেক্টে মেঘা এবং ইধিকার পারফরম্যান্স নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।