বিনোদন

‘তুমি এই জগতে নেই, কিন্তু…’, প্রয়াত অভিনেতা অভিষেকের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট শ্রীলেখার

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার স্পষ্টবাদী মনোভাবের জন্য পরিচিত। তিনি সবসময় নিজের মতামত স্পষ্ট করে বলে থাকেন, তা যতই বিতর্কিত হোক না কেন।

শ্রীলেখা মানুষের চেয়ে পশুদের বেশি ভালোবাসেন। তিনি বলেন, “যত মানুষ দেখি, এই প্রাণীদের ভালোবেসে ফেলি বেশি করে।”

অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন শ্রীলেখার অন্যতম প্রিয় সহ-অভিনেতা। ২০২২ সালের মার্চ মাসে, ৫৭ বছর বয়সে প্রয়াত হন অভিষেক।

সম্প্রতি শ্রীলেখা অভিষেকের স্মৃতিচারণ করে একটি আবেগঘন পোস্ট করেছেন।শ্রীলেখা লিখেছেন, “অর্জুন চক্রবর্তী পরিচালিত ছবি ছিল ‘টলিলাইটস’। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি। অর্জুনদার আরও অনেক ছবি পরিচালনা করা উচিত ছিল। এমন আরও অনেকে আছেন, যাঁদের আরও অনেক কাজ করার দরকার ছিল। কিন্তু বহু অজানা কারণে তাঁরা সেই কাজ করে উঠতে পারেন না। মিঠুদা, অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায় অনেক-অনেক ছবিতে কাজ করেছেন। দারুণ অভিনেতা তিনি। তুমি এই জগতে নেই, কিন্তু তোমার কাজগুলো থেকে যাবে। হ্যাঁ, আমি এই ছবিতে একটা ডান্স নম্বর করেছিলাম।” শ্রীলেখার এই পোস্টে ভক্তরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

কিছু মন্তব্য:

“কোনও কথা হবে না। তুমি সুন্দরী।”
“স্বর্ণালী সময়।”
“একদম ফাটাফাটি”।
“ছবিটি দেখেছি, আপনার কাজ দারুণ লেগেছে।”

Back to top button