হাসপাতালে ভর্তি ‘কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদা শর্মা, কি হয়েছে নায়িকার?
চলতি বছর বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় আদা শর্মা অভিনীত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। এরপর থেকেই নিয়মিত প্রচারের আলোয় থাকছেন তিনি। এবার তার পরবর্তী সিরিজের প্রচারণার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত নিতে হয় হাসপাতালে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ডায়রিয়া এবং ফুড অ্যালার্জি হওয়ার দরুন বেজায় অসুস্থ হয়ে পড়েছেন আদা শর্মা। তাই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ খাচ্ছেন। চিকিৎসকদের পক্ষ থেকে দিন কয়েক বিশ্রামের নির্দেশও দেওয়া হয়েছে আদা শর্মাকে।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, বুধবার (২ আগস্ট) সকালেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারাত্মক পরিস্থিতি হয় আদা শর্মার। বর্তমানে কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই আদা শর্মা তার পরবর্তী সিরিজ ‘কমান্ডো’র প্রচারে ব্যস্ত। বিপুল শাহ পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। চলতি মাসের ১১ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে ‘কমান্ডো’। এতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন প্রেম পারিজ্জা, বৈভব তাতওয়াদি, শ্রেয়া সিং চৌধুরী, অমিত সিয়াল, মুকেশ ছাবরা, ইশতিয়াক খান প্রমুখ।