বিনোদন

সুশান্তের স্মরণে প্রযোজনা সংস্থার নাম রেখেছেন বলিউড নায়িকা কৃতি শ্যানন!

কিছুদিন আগে বোন নূপুর শ্যাননকে সঙ্গে নিয়ে নিজের প্রযোজনা সংস্থা খোলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। নাম রাখেন ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’। কৃতির প্রযোজনা সংস্থার এই নামেই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের স্মৃতি ফিরে পেয়েছেন নেটিজেনরা।

অনেকের দাবি, প্রয়াত অভিনেতা নিজের বেশিরভাগ পোস্টেই এই চিহ্ন ব্যবহার করতেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কৃতি। জানালেন, আসলে তেমন কিছু নয়। নিজের জীবনের সঙ্গে মিলিয়েই নাম রেখেছেন তার প্রযোজনা সংস্থার।

কৃতি বলেন, ‘প্রজাপতি আমার পছন্দের। নীলও বেশ প্রিয়। বহুদিন ধরেই ইনস্টা বায়োতে রয়েছে। আর পোস্ট, কমেন্টেও ব্যবহার করা হয়। আমার মনে হয় এটা স্বপ্ন, স্বাধীনতা, লড়াই করে বাঁচার প্রতীক।’

এ অভিনেত্রী আরও জানান, প্রজাপতি যেমন ‘স্লো বাট স্টেডি’ বিকশিত হয় তার ক্যারিয়ারও তেমন। নিজের সেরাটা সব সময় দিতে চান তিনি। তাই ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’।

‘রাবতা’ ছবি থেকে বন্ধুত্ব কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুতের। শোনা যায় তখন থেকেই সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। যদিও দুজনের একজনও সেকথা স্বীকার করেননি। সব সময়ই বলে গিয়েছেন তারা ‘ভালো বন্ধু’। যদিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘ভালো বন্ধু’র মানে কারো অজানা নয়। সে যাই হোক, সময়ের ঘাত-প্রতিঘাতে সে সম্পর্ক নাকি আর টেকেনি।

প্রসঙ্গত, কৃতি শ্যাননের প্রযোজনায় প্রথম সিনেমার নাম ‘দো পাত্তি’। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কাজল। এর আগে, শাহরুখ খানের প্রযোজনায় ‘দিলওয়ালে’ ছবিতে কাজলের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন কৃতি।

Back to top button