বিনোদন

সত্যি কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ?

বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সংসারে নতুন অতিথি আসছে—এমন গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনার মধ্যে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নন; তিনি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

২০২১ সালের ডিসেম্বরে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছেন ক্যাটরিনা ও ভিকি। মাঝে কিছুদিন কোনো জনপরিসরে ক্যাটরিনাকে না পাওয়ায় গুঞ্জনটা ডালপালা মেলে; অনেকে বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি জনসমাগম এগিয়ে চলছেন।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ায় খবরের কোনো ভিত্তি নেই। তিনি অন্তঃসত্ত্বা নন। এমনকি তিনি জনসমাগমও এড়িয়ে চলছেন না। তিনি তাঁর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।’

আসছে বড়দিনে ‘এক থা টাইগার’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তির দৃশ্যধারণে যোগ দেবেন ক্যাটরিনা কাইফ। এর আগে গত বছর মে মাসেও একবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল।

Back to top button