বিনোদন

শিবের চরিত্রে অক্ষয় কুমার, সেন্সর বোর্ডের নতুন নির্দেশিকা

‘ওএমজি- ওহ মাই গড’ মুক্তির ১১ বছর পর আসছে এর দ্বিতীয় পর্ব ‘ওএমজি ২’। তবে শুরু থেকেই বাধার মুখে পড়তে হচ্ছে সিনেমাটিকে।

কয়েক দিন আগেই সেন্সর বোর্ড সিনেমার ২০টি দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিয়েছে। শুধু তাই নয়, একে ‘ইউ/এ’-এর বদলে ‘এ’ সার্টিফিকেট দিতে যাচ্ছে বোর্ড। এতে আপত্তি জানিয়েছেন নির্মাতারা।

এরই মধ্যে আবার নতুন নির্দেশনা দিয়েছে বোর্ড। সিনেমায় অক্ষয়কে ভগবান শিব হিসাবে দেখানোয় আপত্তি তাদের। ছবির বিভিন্ন দৃশ্যে নীলাভ অঙ্গে জটা মাথায় দেখা গেছে অভিনেতাকে। সেই অংশগুলোই কেটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

‘ওএমজি- ওহ মাই গড’ সিনেমায় শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর ‘ওএমজি ২’-তে মহাদেবের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয়কে।

Back to top button