বিনোদন

শাহরুখের দেওয়া ল্যাপটপ কেন ব্যবহার করেননি আমির খান?

প্রযুক্তি নিয়ে বরাবরেই ভীষণ আগ্রহী শাহরুখ। যদিও তার পুরো বিপরীত আমির। এ সব বিষয়ে কখনো আগ্রহ প্রকাশ করেননি তিনি। তবে ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে একটি শোতে অংশ নিতে গিয়েছিলেন তারা। সে সময় বন্ধু শাহরুখের কাছ থেকে প্রযুক্তি নিয়ে অনেক কথাই শুনেছিলেন আমির।

তারই এক ফাঁকে জানতে পারেন বাজারে এসেছে নতুন একটি ল্যাপটপ। স্বাভাবিক ভাবেই যা কিনে রাখেন শাহরুখ। তবে ল্যাপটপ কিনতে মোটেই রাজি ছিলেন না আমির। তিনি জানান, ল্যাপটপ তার কোনো কাজে লাগবে না।

কিন্তু শাহরুখও ছাড়ার পাত্র নন। শেষমেষ তার জোরাজুরিতেই রাজি হন আমির। তবে ল্যাপটপ কেনার ঝামেলায় যেতে হয়নি আমিরকে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তাকে (শাহরুখ) বলেছিলাম, সে নিজের জন্য যা কিনবে, আমার জন্যও যেন তাই নিয়ে নেয়। সেই সময় বেচারা দুইটা ল্যাপটপ কেনে। এরপর আমি দেশে ফিরে আসি।

এদিকে বন্ধুর কিনে দেওয়া সেই ল্যাপটপ কখনো ব্যবহার করেননি আমির। নতুনের মতোই বাড়ির এক কোণে পড়েছিল সেটি। অবশেষে আমিরের নতুন ম্যানেজারের চোখে পড়ে সেই ল্যাপটপ। অভিনেতার কাছে সেটি ব্যবহার করার অনুমতি চান। কিন্তু পাঁচ বছর পর সেই ল্যাপটপ খুলতে গিয়ে আমিরের ম্যানেজার দেখেন সেটি নাকি আর চালুই হয়নি!

Back to top button