বিনোদন

‘ শাহরুখের ‘জওয়ান’ সিনেমা খারাপ হলেও ৫০০ কোটির ব্যবসা করবে’ : কেআরকে

বলিউডে এবারের বছরটা শাহরুখময়। পাঠানের সাফল্যের পর এ বছরই আসতে যাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ ও ‘ডানকি’। ‘জওয়ান’ এর ট্রেলার প্রকাশ্যে আসার পর ছবিটি নিয়ে শুরু হয়েছে হইচই। ছবিটি সফল হবে এমনটাই মনে করছেন শাহরুখ ভক্তরা। এমনকি বলিউড নিয়ে সবসময় নেতিবাচক মন্তব্য করে আলোচনায় থাকা বলিউডের স্বঘোষিত সিনেসমালোচক কেআরকেও বলেছেন, ‘সিনেমা খারাপ হলেও ৫০০ কোটির ব্যবসা করবে।’

কেআরকে-এর বিতর্কিত মন্তব্যের কবল থেকে রক্ষা পেয়েছেন, এমন তারকা খুঁজে পাওয়া দুষ্কর। ‘জওয়ান’ প্রসঙ্গেও তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, ‘জওয়ান’ ফ্লপ না হওয়া পর্যন্ত আমি শ্বাস নেব না।’ তবে ট্রেলার দেখে তিনিই বললেন ভিন্ন কথা।

ইউটিউব চ্যানেলে কেআরকে বলেছেন, ‘শুধু টিজার প্রকাশ পেয়েছে। গান এবং ট্রেলার প্রকাশ পায়নি। তাতেই এত হাইপ। ভারতের গণমাধ্যম ও মানুষ সিনেমাটি নিয়ে কথা বলছে। এটা শাহরুখের ভাগ্য, টিজারে এত হাইপ তোলার মতো কিছু নেই।’

এরপরে কেআরকে বলেন, ‘জওয়ান তিন দিনে ব্যবসা করবে কমপক্ষে ৩০০ কোটি রুপি। সিনেমা খারাপ হলেও ৫০০ কোটির ব্যবসা করবে। আর যদি ভালো হয়, তাহলে ১০০০ কোটির বেশি আয় করবে। অর্থাৎ, সিনেমা যতই খারাপ হোক। ফ্লপ হবে না।’

Back to top button