রাখির কারণে বিয়ে হয়নি তনুশ্রীর, এমনটাই দাবি অভিনেত্রীর
রাখি সাওয়ান্তের নামে তনুশ্রী দত্তের মামলা ঠুকে দেওয়ার খবরটি সবার জানা। ভারতের ওশিওয়ারা থানায় মামলা করেছেন তিনি। সেইসঙ্গে দাবি করেছেন রাখির কারণেই বিয়ে হয়নি তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
রাখির কারণে বিয়ে হয়নি তনুশ্রীর। এমন দাবি তোলার পাশাপাশি সংবাদকর্মীদের অভিনেত্রী বলেন, ‘রাখির জন্য আমি অনেক মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে গেছি। উনি আমার নামে যা যা সব বলেছিলেন সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে।’
মানসিক হেনস্তার অভিযোগ এনে রাখির নামে মামলা করেছেন উল্লেখ করে তনু আরো বলেন, ‘আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্থা করেছিল সেটার জন্য আমি এই অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওর নামে মামলা করেছি।’
তনু-রাখির দ্বন্দ্ব মূলত মি টু নিয়ে। এর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মি টুর অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তার অভিযোগে নড়ে উঠেছিল বলিউড। সেসময় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাখি। নোংরাভাবে আক্রমণ করেছিলেন। তার জেরেই মামলা করেছেন তনুশ্রী।