বিনোদন

মেয়ের চোখে ব্যান্ডেজের কারণ কি? অবশেষে জানালেন নুসরাতের মা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। অভিষেকের পর ঢাকা ও কলকাতা মিলিয়ে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমায় গ্ল্যামারাস চরিত্রের পাশাপাশি তাকে পাওয়া গেছে ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ চরিত্রেও।
সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গানে ফারিয়া ঝড় তুলেছেন। গত (২৭ জুলাই) মুক্তি পেয়েছে তার সিনেমা ‘পাতালঘর’। এরপর কলকাতা থেকে ঘুরে এসেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।

রোববার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত ফারিয়া চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানী বনানীর একটি হাসপাতালে বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে নুসরাত ফারিয়ার।

ফারিয়ার মা ফেরদৌসী বেগম জানিয়েছেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’

চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়া।

Back to top button