বিনোদন

‘মেকআপ করে সিক্সপ্যাক বানিয়েছেন সানি দেওল’, এমনটাই দাবি ক্ষুব্ধ পাকিস্তানিদের

‘গদর এক প্রেম কথা’র সিকুয়েল হিসেবে গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে ‘গদর টু’। এই ছবিতে আবারও তারা সিং হিসেবে ২২ বছর পর ফিরে এসেছেন সানি দেওল। ছবিটি মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই ২০০ কোটির গণ্ডি পেড়িয়ে গেছে। ছবির সাফল্যে দারুণ সময় কাটছে সানি দেওলের। এর মাঝেই বিরূপ মন্তব্যের শিকার হলেন অভিনেতা।

ভারতে তো বটেই, পাকিস্তানেও চর্চায় ‘গদর টু’। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পাকিস্তানের এক স্থানীয় নাগরিকদের প্রশ্ন করেন ‘গদর টু’ ছবিতে সানির চরিত্র ‘তারা সিং’ প্রসঙ্গে। ছবিতে দেখানো হয়েছে প্রতিশোধ নেয়ার জন্য পাকিস্তানে গিয়ে তাণ্ডব সৃষ্টি করছেন মানুষ হত্যা করছেন। এই দৃশ্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এক ব্যক্তি বলেন, ‘সানিকেও হত্যা করা উচিত কিন্তু কার এত সাহস আছে বলুন?’ আরেকজন বলেছেন, ‘সানি দেওলকে পাকিস্তানে ডেকে আনা উচিত এবং তার শক্তি পরীক্ষার জন্য জল টানানো, বস্তা টানানো উচিত।’

আরেক ব্যক্তি বলেছেন, ‘এটা তো শুধু সিনেমার দৃশ্য। তাকে একবার এখানে আসতে দিন, আমরা দেখাবো এখানে কী হয়। সব শিশুরা দেখাবে তাদের সাহস কত।’ আরেক ব্যক্তি বলেন, ‘পাকিস্তানে সানি দেওল আসলে আমি তার সঙ্গে লড়তে চাই।’ এই পর্যায়ে রিপোর্টার মনে করিয়ে দেন সানি দেওলের এক একটি হাতের ওজন আড়াই কেজির কম নয়। এই সময়ে সেই ব্যক্তি বলেন, ‘মেকআপ করে সিক্স প্যাক বানিয়েছেন তিনি। সব শেষ হবে একবার খালি আসতে দিন।’

‘গদর ২’ ছবিতে উঠে এসেছে ১৯৭১ সালের ঘটনা। পাকিস্তান তখন ‘ক্রাশ ইন্ডিয়া’ স্লোগানে সরব। তখন সেই অবস্থায় ছেলেকে পাকিস্তানি সেনার হাত থেকে তারা সিং কী করে ছাড়িয়ে আনে সেটাই দেখানো হয়েছে।

Back to top button