মা অসুস্থ, তবুও শুটিং ফ্লোরে হাজির হয়েছিলেন শাহরুখ খান! বহু বছর পর ফাঁস পুরোনো তথ্য
প্রায় ৩০ বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত মায়া মেমসাব। যা পরিচালনা করেছিলেন কেতন মেহতা। ১৯৯২ সালে দিওয়ানা-র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ। আর ১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল মায়া মেমসাব। কেতন জানান, ছবির শ্যুট যখন চলছে তখন বেশ অসুস্থ ছিল তাঁর মা। কিন্তু আগে থেকে দিয়ে রাখা ‘প্রতিশ্রুতি’র কারণে মা-কে ‘সঙ্কটজনক’ অবস্থায় রেখেই চলে যান সিমলা শ্যুটিং করতে। এতটাই পেশাদার মানসিকতার ছিলেন শাহরুখ প্রথম থেকে।
কেতন বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হ্যাটস অফ টু শাহরুখ খান। সেই সময় তাঁর মা সঙ্কটজনক অবস্থায় ছিলেন। পুরো ইউনিট সিমলায় পৌঁছে গিয়েছে। শ্যুট করতে যাতে দেরি না হয় তাই তিনিও পৌঁছে যান। আমি তার এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, মায়া মেমসাব মুক্তির আগেই ১৯৯১ সালে দিল্লিতে মারা যান শাহরুখের মা।
কেতন জানান, শাহরুখ খানের সুপারিশ করেছিলেন আজিজ মির্জা আর সাইদ মির্জা। দুজনেই তরুণ শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন টেলিভিশন শো ‘সার্কাস’-এ। ‘আমরা একটা নতুন মুখ খুঁজছিলাম। আমরা বুঝলাম ওর এনার্জি ছোঁয়াচে। দেখেই যেন পছন্দ হয়ে গেল। সঙ্গেসঙ্গে কাস্ট করে নেই। প্রথম দৃশ্যটাই ছিল একটা তুষার ঝড়ের।’
শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা বর্ণনা করে কেতন জানান, ‘ওর মধ্যে ছিল ভরপুর এনার্জি আর নিজেকে প্রমাণ করার তাগিদ।’
গুস্তাভ ফ্লাউবার্টের ম্যাডাম বোভারি অবলম্বনে তৈরি মায়া মেমসাবে আরও অভিনয় করেছিলেনন দীপা সাহি, ফারুক শেখ এবং রাজ বাব্বর। যদিও এটি শাহরুখের শ্যুট করা প্রথম চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল, তবে তা মুক্তি পায় দিওয়ানা, চামৎকার, রাজু বান গয়া জেন্টলম্যান এবং দিল আশনা হ্যায়-এর পরে।