বিনোদন

মাত্র ৭ মাসেই বন্ধের মুখে জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়াল, এই মাসেই অন্তিম শুটিং

স্টার জলসা এবং জি বাংলার মধ্যে টিআরপির লড়াই এখন তুঙ্গে। দুটি চ্যানেলই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য নতুন নতুন সিরিয়াল তৈরি করছে। এমনকি তিন মাসের মধ্যে টিআরপি না পেলে সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে।

জি বাংলার তোমার খোলা হাওয়া সিরিয়ালটি গত বছরের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। এটি ছিল বাংলা সিরিয়ালে ভেন্ট্রিলোক্যুইস্ট নায়িকার প্রথম গল্প। সিরিয়ালের নায়িকাকে তার থেকেও বেশি বয়সী ছেলেমেয়েদের মা এবং শাশুড়ি হতে হয়েছিল। কিন্তু এই নতুন ধরনের গল্প বাংলার দর্শকদের খুব একটা পছন্দ হয়নি।

সিরিয়ালটিকে দুপুরে পাঠানো হলেও সেভাবে টিআরপি দিতে পারছে না। টলিউড হট নিউজের দাবি এই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে যাবে এই মাসেরই শেষের দিকে।

জি বাংলার মুকুট সিরিয়ালটিও বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছিল। কারণ প্রথমে অনুরাগের ছোঁয়াকে হারাতে না পেরে হরগৌরী পাইস হোটেলের বিপরীতে পাঠানো হয় মুকুটকে। কিন্তু সেখানেও টিআরপি তুলতে ব্যর্থ মুকুট।

এছাড়াও, ইচ্ছে পুতুল সিরিয়ালটিও বন্ধের মুখে রয়েছে। এই সিরিয়ালটিও তিন মাসের মধ্যে টিআরপি তুলতে ব্যর্থ হয়েছে।

এইভাবেই বাংলা সিরিয়াল জগতে টিআরপির লড়াই চলছে। দর্শকদের পছন্দের উপর নির্ভর করছে কোন সিরিয়াল টিকে থাকবে আর কোন সিরিয়াল বন্ধ হয়ে যাবে।

Back to top button