বিনোদন

বিশ্বমঞ্চে অরিজিতের জয়জয়কার! জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ

একজন মার্কিন পপ সংগীত তারকা, অন্যজন ভারতীয় প্লেব্যাক গায়ক। গানের দুনিয়ায় দুজনেরই জনপ্রিয়তা ঈর্ষণীয়। সম্প্রতি জনপ্রিয়তার নিরিখে বিশ্বখ্যাত গায়িকা টেলর অ্যালিসন সুইফটকে ছাড়িয়ে গেলেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং।

বিশ্বজুড়ে গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গিয়েছেন অরিজিৎ।

স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা ৮ কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগীর সংখ্যা ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি। স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তারপরেই স্থান বিশ্বখ্যাত বাঙালি গায়ক অরিজিতের।

আপাতত নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন টেলর সুইফট। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছরের ১৭ আগস্ট শেষ হতে চলেছে তা। অন্যদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে অরিজিতের কণ্ঠে ‘জওয়ান’ সিনেমার নতুন গান ‘চালেয়া’। যেটিতে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

Back to top button