বিনোদন

বিয়ে হতেই রাতারাতি বক্সিং ছেড়ে নতুন পেশা বেছে নিল রোহিত-ফুলকি! চরম টুইস্ট আসছে ‘ফুলকি’ সিরিয়ালে

জি বাংলার নতুন ধারাবাহিক ফুলকি খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে। এই সিরিজটি মূলত বক্সিংকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, কিন্তু দর্শকদের অভিযোগ যে গল্প যত এগোচ্ছে, ততই বক্সিংয়ের গুরুত্ব কমছে।

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে যে রোহিত নতুন সুপারমার্কেট চালাচ্ছে। সেখানে কর্মচারী হিসেবে দেখা যাচ্ছে রোহিতের স্ত্রী ফুলকিকে। চাল-ডাল মাটিতে পড়ে মিশে যাওয়ায় রোহিত বেজায় চটে যায়। কিন্তু ফুলকি চাল-ডাল একসঙ্গে প্যাকেটে ভরে ‘ঝটপট খিচুড়ি’ নাম দিয়ে বিক্রি করে স্বামীর লোকসান বাঁচায়।

সিরিজের এই নতুন প্রোমো প্রকাশ্যে আসা মাত্রই দর্শকদের একাংশ তা নিয়ে হাসিঠাট্টা করতে শুরু করে দিয়েছে। কেউ কেউ বলেছেন যে সিরিজটি বক্সিং থেকে সুপারমার্কেট হয়ে গেছে। কেউ কেউ আবার বলেছেন যে সিরিজটি এখনও নতুন, তাই গল্পের ধারাবাহিকতায় বক্সিংয়ের গুরুত্ব বাড়তে পারে।

এখন দেখা যাক, আগামী দিনে সিরিজটি টিআরপি তালিকায় কেমন পারফর্ম করে।

Back to top button