বিচ্ছেদের পর আবারও কাছাকাছি টাইগার-দিশা! তবে কি ফের সম্পর্কে জড়ালেন এই জুটি?
নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ ফুটে কিছু না বললেও টাইগার ও দিশা ভক্তদের নজরে ছিলেন সবসময়ই। কখনও কফি ডেট, কখনও আবার লাঞ্চ ডেট। কোনো না কোনোভাবে তারা আলোচনায় থাকতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বোঝা যেত তারা একে অপরকে বেশ পছন্দ করেন। বছর খানেক আগে দুই অভিনেতার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। এমনকি, এক অনুষ্ঠানে এসে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করেন টাইগার। তার বছর খানেক পরে ফের এক ফ্রেমে দুই অভিনেতা। তবে কি প্রেমে ফিরলেন দুই প্রাক্তন?
দিল্লিতে এক অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গেল টাইগার ও দিশাকে। সেই অনুষ্ঠানে পৌঁছালেনও একসঙ্গেই। একই বিমানে মুখোমুখি বসেছিলেন দু’জনে। অনুষ্ঠানে গিয়েও একে অপরের পাশেই ছিলেন টাইগার ও দিশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ ও বোন কৃষ্ণা শ্রফও। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় দিশাকে সর্বক্ষণ আগলেও রাখলেন টাইগার। ভিড়ের মধ্যেও তাকে একবারও চোখের আড়াল হতে দেননি টাইগার। তা দেখেই ভক্তদের মনে কৌতূহল, তবে কি ফের কাছাকাছি আসছেন দুই প্রাক্তন?