বিনোদন

বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা, গুঞ্জনের জবাব দিলেন টলিউড দম্পত্যি

সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে প্রায়শই নানা প্রশ্নের মুখে পড়তে হয় তারকাদের। সম্প্রতি সৃজিত-মিথিলার সম্পর্ক নিয়েও উঠেছিলো তেমন গুঞ্জন। তবে সব গুঞ্জনের জবাব এলো ঈদের দিন!

ঈদের দিন কলকাতার পার্কস্ট্রিটে খোশ মেজাজেই দেখা গেল সৃজিত ও মিথিলাকে। সঙ্গে ছোট্ট আইরা ও সৃজিতের পরিবারও।

ঈদের রাতে পার্কস্ট্রিটের নামী রেস্তোরাঁয় দেখা গেল সৃজিতের পুরো পরিবারকে। যে মুহূর্তগুলো সৃজিত নিজেই ফেসবুকের পাতায় পোস্ট করেন। যেখানে সৃজিত-মিথিলা দুজনের পোশাকেই রয়েছে রং মিলান্তি!

সৃজিতের পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক রানা সরকার। লিখেছেন, ‘এক পুরনো মসজিদে, গান ধরেছে মুর্শিদে’। পরিচালক রাজর্ষি দে লিখেছেন, ‘ওকি রে… ওই জে কিসব ব্লক হইসে শুনলাম.. আপা রে নিয়া সাহেব পাড়া? ঈদ মোবারক’।

অভিষেক মুখার্জী নামে একজন লিখেছেন, ‘সবার মুখে কুলুপ পড়ুক এবার… অনেক হয়েছে! দারুণ।’ প্রতীক দে নামে আরও একজন লিখেছেন, ‘সে কি সৃজিত দা? এসব ছবি দিলে নিন্দুকদের কী হবে? কতজনের থ্রমবসিস হবে এগুলো দেখলে… ট্রোলিং এর সাবজেক্ট কমে যাবে যে। খুব ভালো লাগলো ছবিটা দেখে’।

শোনা যাচ্ছে, স্বামী সৃজিত মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই সোজা বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন মিথিলা। এদিকে মাঝে সৃজিতও অবশ্য বহুদিন কলকাতায় ছিলেন না। ছবির শ্যুটিংয়ে মধ্যপ্রদেশে ছিলেন। এদিকে মিথিলাও এই সময়টা মেয়ে আইরাকে নিয়ে ইউরোপ ট্যুর করেছেন। তবে কাজ মিটতেই ফের কাছাকাছি সৃজিত-মিথিলা। তবে এই প্রথম নয় তাদের ৪ বছরের দাম্পত্য জীবনে এর আগেও একাধিকবার তাদের বিচ্ছেদের খবর রটেছে। -হিন্দুস্তান টাইমস

Back to top button