বক্সঅফিসে তুলছে ঝড়! তিন দিনে ২০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার’ সিনেমা
দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত মানেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট। দীর্ঘ দুই বছর পর মুক্তিপ্রাপ্ত ‘জেলার’সিনেমা আবারও সেটাই প্রমাণ করল।
শুক্রবার বিশ্বজুড়ে দুই হাজার ৯০০টি পর্দায় মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। আর মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি টাকা।
যার ভেতর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ১২৭ কোটি টাকা। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘জেলার’ আয় করেছে ৯১.২ কোটি টাকা, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি টাকা, তৃতীয় দিনে আয় করেছে ৭০ কোটি টাকা। শুধু তাই নয়, ২০০ কোটি টাকা বাজেটের এ সিনেমা মুক্তির আগেই আয় করেছে ১২০ কোটি টাকা।
বক্স অফিসের ফলাফল জানার পরেই সোজা বদরিনাথ মন্দিরে পূজা দিতে চলে যান ‘থালাইভা’।
শনিবার (১২ আগস্ট) উত্তরাখণ্ডের বদরিনাথ মন্দিরে দেখা যায় রজনীকান্তকে। পূজা দিতে প্রায় ৩০ মিনিট মন্দিরে ছিলেন তিনি। ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন।
যার পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরন। তামান্না ভাটিয়াকে ‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে । এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।