বিনোদন

ফের করণ জোহরের সমালোচনায় কঙ্গনা রানাউত, খোঁচা দিলেন রণবীরকেও

সুযোগ পেলেই বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহরের সমালোচনা করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাদের এই আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারো অজানা নয়।

শুক্রবার (২৮ জুলাই) মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে রকি ও রানির চরিত্রে রণবীর সিংহ ও আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। মুক্তির দিনই প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করেছে এ ছবি। কিন্তু করণের ছবিকে নিয়ে একেবারে ভিন্নমত কঙ্গনার। শুধু কি তাই, রণবীরকেও ছাড়েননি অভিনেত্রী। সমালোচনার পাশাপাশি পরামর্শও দিলেন দীপিকা পাড়ুকোনের স্বামীকে।

করণের ছবির সমালোচনা করবেন কঙ্গনা তা খানিকটা হলেও প্রত্যাশিত ছিলই। এবার করণের সিনেমাকে সরাসরি সিরিয়াল বলে দাগিয়ে দিলেন তিনি। কঙ্গনার কথায়, ‘এই বোকা সিনেমার জন্য ২৫০ কোটি টাকা কীভাবে খরচ করেন? ওদের এত টাকা দেয় কে? অথচ প্রকৃত প্রতিভারা টাকা পায় না। সারাক্ষণই শুধু নব্বইয়ের দশকের ছবিগুলোকে নকল করছে। আমি জানতে চাই, দিল্লিতে এ ধরনের বাড়ি কোথায় পাওয়া যায়! এমন সব পোশাক পরেই বা কারা ঘোরাফেরা করে? করণ জোহরের লজ্জা হওয়া উচিত।’

ক্ষুব্ধ কঙ্গনা জানান, করণ আসলে ভারতীয় সিনেমাকে পেছনে নিয়ে যাচ্ছেন। এই ছবিকে শাশুড়ি-বউমার সিরিয়াল বলে কটাক্ষ করেছেন বলিউডের ‘কুইন’। পাশাপাশি করণকে সতর্ক করে অভিনেত্রী বলেন, ‘এই ছবি বানানোর জন্য টাকা নষ্ট করবেন না। বরং অবসর নিন। নতুন প্রজন্মকে ভালো সিনেমা তৈরি করার সুযোগ করে দিন।’

কঙ্গনার কথা থেকে বেঁচে পালাতে পারেননি রণবীর সিংহ। তাকে ‘কার্টুন’ বলে সম্বোধন করেছেন তিনি। পাশাপাশি অনুরোধের সুরেই রণবীরের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘আমার বিনীত অনুরোধ রণবীরের কাছে, করণের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া বন্ধ করুন। আপনি নায়ক, সেরকম পোশাকই পরুন। একজন কার্টুনের মতো দেখতে পুরুষকে ভারতীয়রা কখনোই নায়ক হিসেবে মেনে নেবেন না। দক্ষিণী নায়কদের দিকে তাকান। তারা কীভাবে নিজেদের ব্যক্তিত্বকে মেলে ধরেছে, দেখুন। দয়া করে আমাদের দেশের সংস্কৃতি নষ্ট করবেন না।’

Back to top button