বিনোদন

নিজের জীবনের সব থেকে বড় ‘যুদ্ধ’ কী? জানালেন বলিউড নায়িকা জাহ্নবী কাপুর

২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী কাপুর। কিন্তু তার আগেই প্রয়াত হন অভিনেত্রীর মা শ্রীদেবী। এই মুহূর্তে ‘বাওয়াল’ ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। ছবির প্রচারের জন্য একটি সাক্ষাৎকারে মাকে স্মরণ করেছেন অভিনেত্রী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই ছবির গল্প সাজিয়েছেন পরিচালক নীতেশ তিওয়ারি। জাহ্নবীর মতে, মাকে হারানো তার জীবনের সব থেকে বড় যুদ্ধ হারার সমান।

অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল মা। ‘ধড়ক’-এর শ্যুটিং এবং মায়ের চলে যাওয়ার সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’ এই পর্বকেই তার জীবনের সবথেকে কঠিন সময় হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, ‘ব্যক্তিগত জীবনের ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করাটাই সব থেকে কঠিন ছিল। সমাধান খুঁজে বার করাটাই আমার জীবনের সব থেকে বড় যুদ্ধ ছিল।’

চলতি বছরে শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে মায়ের সঙ্গে নিজের শৈশবে তোলা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লিখেছিলেন, ‘এখনও তোমাকে খুঁজে বেড়াই মা। এখনও সেটাই করি যা তোমাকে গর্বিত করবে। যেখানেই যাই, যা করি সব কিছুই তোমাকে দিয়ে শুরু এবং শেষ হয়।’

Back to top button