‘নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টা হোটেলে…’, প্রযোজকের বাজে ইঙ্গিতে মুখ খুললেন সায়ন্তিকা
টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশে ‘ছায়াবাজ’ ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শ্যুটিং অসমাপ্ত রেখে ফিরে আসেন তিনি। প্রযোজক মণিরুল ইসলামের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন।
এরপর প্রযোজক সায়ন্তিকা ও ছবির হিরো জায়েদ খানকে নিয়ে কুরুচিকর ইঙ্গিত করেন। সায়ন্তিকা পাল্টা জবাব দেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবিত নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে, সমস্যা কোথায়?’
এদিকে, ‘গায়ে হাত দিয়ে নাচের স্টেপ বোঝানো’ মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলেও জানান সায়ন্তিকা। তাঁর দাবি, ‘অকারণে কেন একজন শিল্পীর নামে মিথ্যা বলতে যাব? ও খুব আগ্রহ নিয়ে নিজের কাজ করার চেষ্টা করছিল। হয়ত কথা বলতে বলতেই না বুঝে আমার হাত ধরে নাচের পজিশন বুঝিয়েছে, কাজটা বোঝানোর চেষ্টা করেছে। তার মধ্যে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। ওঁর আশেপাশের মানুষই এ ধরনের খারাপ কথা রটাচ্ছে।’
কাজ আটকে থাকুক এমনটা চান না সায়ন্তিকা। পেশাদার মনোভাব নিয়ে কাজ শেষ করতে চাইলে ‘ছায়াবাজ’এর বাকি শ্যুটিং শেষ করতে অসুবিধা নেই তাঁর, স্পষ্ট জানিয়েছেন সায়ন্তিকা। তবে পেশাদায়িত্বের সঙ্গে আপোস করতে রাজি নন তিনি।