দীপিকা পাড়ুকোনের এই রেকর্ড ভাঙতে পারেনি বলিউডের কোনও অভিনেত্রী, দেখেনিন আপনিও
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার ১৬ বছরের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। সেই সঙ্গে বলিউডের সব থেকে বেশি উপার্জনকারী ছবি তালিকাতে সেরা দশের মধ্যে তিনি গড়ে ফেলেছেন রেকর্ড। তার সমসাময়িক অভিনেত্রীরা তো বটেই, বলিউডে এ পর্যন্ত আর কোনও অভিনেত্রীই এর নিরিখে দীপিকার ধারেকাছে নেই।
দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিগুলির বক্স অফিস কালেকশনের তালিকা এখানে দেওয়া হল:
১. পাঠান (Pathaan) (২০২৩): ১০৪২ কোটি টাকা
২. পদ্মাবত (Padmaavat) (২০১৮): ৫৬০.৭ কোটি টাকা
৩. পিকে (PK) (২০১৪): ৭৪২.৩ কোটি টাকা
৪. সুলতান (Sultan) (২০১৬): ৬১৪.৯ কোটি টাকা
৫. টাইগার জিন্দা হ্যায় (Tiger Zinda Hai) (২০১৭): ৫৬২ কোটি টাকা
৬. ধুম ৩ (Dhoom 3) (২০১৩): ৫৪৫ কোটি টাকা
দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিগুলির বক্স অফিস কালেকশনের তালিকা থেকে বোঝা যায় যে তিনি বলিউডের সব থেকে বেশি উপার্জনকারী অভিনেত্রী। তার সমসাময়িক অভিনেত্রীরা তো বটেই, বলিউডে এ পর্যন্ত আর কোনও অভিনেত্রীই তার ধারেকাছে নেই। দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী এবং তিনি তার কেরিয়ারে আরও অনেক সুপারহিট ছবি উপহার দেবেন বলে আশা করা যায়।