টানা ৩০ সেকেন্ড ধরে চুম্বন, এবার আলোচনায় ‘বিগ বস’ এর জাদ-আকাঙ্ক্ষা
‘বিগ বস’ মানেই যেন বিতর্ক। সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’ ওটিটির দ্বিতীয় সিজনের শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না শোটির।
মাত্র ১০ দিনের মাথায় আলিয়া সিদ্দীকির বিদায় নেওয়ার পর এবার আলোচনায় দুই প্রতিযোগীর চুম্বন। খবর হিন্দুস্তান টাইমসের
‘বিগ বস’-এর কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই আলোচনা-সমালোচনা ছিল। তবে গত বৃহস্পতিবার যে দৃশ্য দেখা গেল, তা নিয়ে চর্চায় উঠে এসেছেন দুই মনোযোগী জাদ হাদিদ ও আকাঙ্ক্ষা পুরি।
৩০ সেকেন্ড ধরে তাদের চুম্বনের দৃশ্য ধরা পড়েছে লাইভ ক্যামেরায়।
জাদ ও আকাঙ্ক্ষার চুম্বনের সময় অন্য প্রতিযোগীরা তাঁদের থামতে বললেও ভ্রুক্ষেপ করেননি কেউই।
টুইটারে শেয়ার করা দৃশ্যটির ভিডিও ক্লিপে তাঁদের চুম্বনের সময় পূজা ভাটকে বারবার ‘স্টপ’ ‘স্টপ’ বলতে শোনা যায়।
চুম্বনদৃশ্যের কল্যাণে জাদ হাদিদ ও আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই জাদ হলেন দুবাই ভিত্তিক লেবাননের মডেল। এর আগে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। জাদের এক কন্যাসন্তানও আছে। অন্যদিকে আকাঙ্ক্ষা পুরি টিভির চেনা নাম। এর আগে ‘বিগ বস’-এর ১৩তম সিজনেও দেখা গিয়েছিল তাঁকে। আরেক রিয়েলিটি শো ‘মিকা ডি বোহতি’-তে অংশ নিয়ে শিরোপা জিতেছিলেন আকাঙ্ক্ষা।