বিনোদন

জিতের হাত ধরে টলিউডে ‘সিনেবট’ ক্যামেরা, জেনেনিন এই ক্যামেরার কি কি কাজ?

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্ট হচ্ছে মানুষ। পিছিয়ে নেই টলউডও। সুপারস্টার জিতের হাত ধরে এবার টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল নতুন প্রযুক্তি, যেখানে থাকছে ‘সিনেবট’ ক্যামেরা।

জিতের প্রযোজনা সংস্থা থেকে নির্মাণাধীন ‘বুমেরাং’ ছবির নির্মাতারা ছবিটির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শ্যুট করছেন।

জানা গেছে, এই ছবিতে বেশ কিছু জটিল দৃশ্য থাকছে। কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এই ক্যামেরা সেই সব অ্যাকশন দৃশ্য এবং জটিল শট নির্ভুলভাবে শ্যুট করতে সক্ষম হবে।

নির্মাতারা ছবির কিছু অংশ ‘সিনেবট’ ক্যামেরায় শুটিং করছেন
‘বুমেরাং’ ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন জিৎ ও রুক্মিণী। ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুন্ডু।

ছবিটির জন্য বিশেষ ধরনের বাইক তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফিউচারিস্টিক বাইক। সাধারণত ছবিতে স্টান্টের জন্য যে বাইক ব্যবহৃত হয় তা পরিচিত। তবে এই ছবির জন্য এই বিশেষ মোটরবাইক তৈরি করেছে ইউনিট। উন্নত প্রযুক্তি ‘বুমেরাংকে কয়েক ধাপ এগিয়ে দেবেন বলেই মনে করা হচ্ছে।

জিৎ রুক্মিণী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ।

ছবির জন্য বিশেষ ধরনের বাইক তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফিউচারিস্টিক বাইক
উল্লেখ্য, এক সময় হলিউডে জেরার্ড বাটলার অভিনীত ‘থ্রি হান্ড্রেড’ ছবিতে এই ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছিল। পরে বলিউডে ‘ধুম’ সিরিজ়েও এই ধরনের ক্যামেরা ব্যবহৃত হয়। এখন অবশ্য বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও এই প্রযুক্তির প্রবেশ ঘটেছে।

Back to top button