চশমা পরা বাচ্চা মেয়েটি আজ জনপ্রিয় সংগীতশিল্পী, চিনতে পেরেছেন কি তাকে? চিনেনিন…
রূপোলি দুনিয়ার স্টারদের জীবন নিয়ে জানার একটা আলাদা আগ্রহ থাকে আমাদের। বিশেষ করে তাঁদের ছোটবেলা কেমন ছিল, কেমন দেখতে ছিলেন তাঁরা সেটা জানার আগ্রহ তো আছেই। সেলেবরা নিজেদের ছোটবেলার অনেক ছবিই নিজেদের সমাজমাধ্যমের পেজে শেয়ার করেন।
সম্প্রতি, একজন জনপ্রিয় শিল্পী ফেসবুক পেজে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে ধবধবে সাদা ফ্রক পরে টিভির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। চোখে তাঁর চশমা রয়েছে। ছবিটি দেখেই অনেকেই তাঁর পরিচয় ঠাওর করতে পেরেছেন। তিনি হলেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী ইমন চক্রবর্তী।
ছবিটি পোস্ট করতেই ইমনের ফ্যানেরা কমেন্টের বন্যা বয়ে দিয়েছেন। কেউ ছবিটি কবেকার, আবার কেউ ছবির বিষয়ে নানা আন্দাজ দিয়েছেন। কেউ কেউ ইমনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, “তুমি অতি সাধারণ হয়েও অসাধারণ। আবার উলটোটাও। তুমি অসাধারণ হয়েও সাধারণ। তুমি সবার বড্ড কাছের মানুষ। এ রকমই থেকো।” আরেকজন লিখেছেন, “এটা তো সেই বেলুড় গার্লস এর ইমন।”